বিতর্ক ঐক্যবদ্ধ করেছে: গম্ভীর

কী ভাবে সম্ভব হল এই পরিবর্তন? দিল্লির প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর মনে করেন, যাবতীয় বিতর্কই দিল্লি টিমটাকে এক করে দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০৩:৪২
Share:

ভরসা: বিদর্ভকে হারিয়ে ট্রফি জিততে মরিয়া গম্ভীর। —ফাইল চিত্র।

এক বছর আগেও ছবিটা সম্পূর্ণ অন্য রকম ছিল। নিজেদের মধ্যে ঝামেলার জেরে তখন বিপর্যস্ত দিল্লি। কোচ কে পি ভাস্কর এবং অধিনায়ক গৌতম গম্ভীরের ঝামেলা তখন তুঙ্গে। একই সঙ্গে খারাপ হয়ে চলেছে দিল্লির পারফর্ম্যান্স।

Advertisement

এক বছর পরে নতুন মরসুমে ভাস্করকে কোচ রেখে অধিনায়ক বদল করে দিয়েছে দিল্লি। প্রথমে ইশান্ত শর্মা আর পরে তরুণ ঋষভ পন্থকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। যে সিদ্ধান্ত পুরোপুরি খেটে গিয়েছে। এক বছর আগের ছন্নছাড়া দিল্লি এখন রঞ্জি ফাইনালে। আজ, শুক্রবার থেকে ইনদওরে বিদর্ভের বিরুদ্ধে জিততে পারলেই আবার রঞ্জি চ্যাম্পিয়নের মুকুট উঠবে দিল্লির মাথায়।

কী ভাবে সম্ভব হল এই পরিবর্তন? দিল্লির প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর মনে করেন, যাবতীয় বিতর্কই দিল্লি টিমটাকে এক করে দিয়েছে। গম্ভীরের বক্তব্য, ‘‘মাঝে মাঝে এ সব ব্যাপার কিন্তু শাপে বর হয়ে যায়। যখন আপনি দেখছেন, আপনার বিরুদ্ধে, আপনার টিমের বিরুদ্ধে, আপনার রাজ্য সংস্থার বিরুদ্ধে লোকে কথা বলছে, তখন স্বাভাবিক ভাবেই আপনার মনে একটা যন্ত্রণা হবে। এটা কিন্তু একটা ভাল ব্যাপার। এই যন্ত্রণাই নিজের সেরাটা দিতে প্রেরণা জোগায়।’’ শুধু দিল্লি নয়, ঘরোয়া ক্রিকেটে এই মরসুমটা গম্ভীরের কাছেও প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। এ বছরে দিল্লির সর্বোচ্চ স্কোরার গম্ভীরের ব্যাটিং গড় ৬৩.২০। গম্ভীর বলছিলেন, ‘‘দিল্লি ক্রিকেট সংস্থা খবরের শিরোনামে থেকেছে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে। আমি যে সব ক্রিকেটারদের সঙ্গে খেলেছি, যে সব সাপোর্ট স্টাফের সঙ্গে কাজ করেছি, সবাই কিন্তু এই বিতর্কে যন্ত্রণাই পেয়েছে। এই যন্ত্রণা থেকেই শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই।’’

Advertisement

এখানেই থেমে না থেকে গম্ভীর আরও বলেছেন, ‘‘আমার সঙ্গে কোচের মতবিরোধ নিয়ে অনেক কথা হয়েছে। অনেক কিছু বাড়িয়ে বলা হয়েছে। আর সে সব দেখে শুনে আমাদের মানসিকতাটা একবগ্গা হয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য এখন একটাই— টুর্নামেন্টটা জিততে হবে।’’

গম্ভীরের কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে, এ বছরে দিল্লির নিজেদের সামনে কী লক্ষ্য রেখেছে। ‘‘আমরা দুনিয়াকে দেখিয়ে দিতে চাই, দিল্লি ড্রেসিংরুমে খারাপ জিনিস নেই। আমাদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব আছে। আমরা আবার দিল্লি ক্রিকেট সংস্থার অতীত গৌরব ফিরিয়ে আনতে চাই,’’ বলেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার। একই সঙ্গে গম্ভীর জানিয়ে দিচ্ছেন, অধিনায়কত্ব হারিয়ে তাঁর কোনও ক্ষোভ নেই। বরং তাঁর ভূমিকাটা দলে এখন অনেকটা ‘বড় দাদা’র মতো।

শুক্রবার শুরু রঞ্জি ফাইনাল: দিল্লি বনাম বিদর্ভ। সরাসরি স্টার স্পোর্টস এইচ ডি ওয়ান চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন