মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে ধরা পড়ল ক্রিকেট বেটিং চক্র। রবিবার পার্ক স্ট্রিটের ওই হোটেলে গ্রেফতার হন তিন জন। পুলিশ জানায়, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ওখানে জুয়ার চক্র বসেছিল। গোয়েন্দারা হানা দিয়ে বিশাল খটিক, রাকেশ সিংহ, সুমিত পাপোলি নামে তিন জনকে ধরে ফেলেন। ধৃতেরা সকলেই কলকাতার বাসিন্দা। তাঁদের কাছে কয়েক হাজার টাকা, মোবাইল এবং দু’টি ল্যাপটপ পাওয়া গিয়েছে।