Vaibhav Suryavanshi

বিশ্বরেকর্ড বৈভবের, পাক ক্রিকেটারের ১৯ বছরের পুরনো নজির ভাঙল ১৪ বছরের ব্যাটার

বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বৈভব অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসাবে টস করতেই তৈরি হয়েছে নতুন নজির। ভেঙে গিয়েছে পাক ক্রিকেটার আহমেদ শাহজ়াদের ১৯ বছরের পুরনো রেকর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৪:৩৪
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর। অনূর্ধ্ব-১৯ ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়ল ১৪ বছরের ব্যাটার। প্রথম যুব এক দিনের ম্যাচে বৈভব টস করার সঙ্গে সঙ্গে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। ভেঙে গেল পাকিস্তানের আহমেদ শাহজ়াদের রেকর্ড।

Advertisement

১৪ বছর ২৮২ দিন বয়সে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিল বৈভব। বিশ্বের আর কোনও ক্রিকেটার এত কম বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে শাহজ়াদ নেতৃত্ব দিয়েছিলেন ১৫ বছর ১৪১ দিন বয়সে। ২০০৬ সালে তিনি এই নজির গড়েছিলেন। ১৯ বছর পর তাঁর রেকর্ড ভেঙে দিল ভারতের বৈভব।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারছেন না। দু’জনেরই চোট রয়েছে। তাই তিন ম্যাচের যুব এক দিনের সিরিজ়ে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ১৪ বছরের বৈভবকে। শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বৈভব টস করতেই তৈরি হয় নতুন বিশ্বরেকর্ড।

Advertisement

বিশ্বরেকর্ডের পাশাপাশি ভারতীয় রেকর্ডও গড়েছে বৈভব। এর আগে সবচেয়ে কম বয়সে ভারতের কোনও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব ছিল অভিষেক শর্মার দখলে। তিনি ১৬ বছর ১০৫ দিন বয়সে যুব এক দিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৬ সালের সেই ম্যাচও ছিল দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে।

আয়ুষ এবং বিহান চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে না পারলেও আশা করা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে তাঁদের সমস্যা হবে না। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। জ়িম্বাবোয়ে এবং নামিবিয়ায় হবে এ বারের প্রতিযোগিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement