India vs England

নির্বাচকদের প্রাথমিক তালিকায় ৩৫ ক্রিকেটার, ইংল্যান্ড সফরের দলে থাকতে পারে একাধিক চমক

জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে টেস্ট দল এবং ভারতীয় ‘এ’ দল। দু’টি দলের জন্য প্রাথমিক ভাবে ৩৫ জন ক্রিকেটারের তালিকা করেছেন অজিত আগরকরেরা। একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:৪৭
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আগামী মে মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ এবং ভারতের টেস্ট দল ঘোষণা করবেন জাতীয় নির্বাচকেরা। দু’টি দলের জন্য প্রাথমিক ভাবে ৩৫ জন ক্রিকেটারকে বেছেছেন অজিত আগরকরেরা। একাধিক কড়া সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মার নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত।

Advertisement

ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় এবং বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যর্থতার পর ইংল্যান্ড সফরের দলে রোহিতের থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই রোহিতকে বাদ দেওয়ার কথা ভাবছেন না জাতীয় নির্বাচকেরা। তা ছাড়া আইপিএলেও ফর্মে ফিরেছেন ভারতীয় দলের অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা বলেছেন, ‘‘বোর্ড মনে করছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে এক জন অভিজ্ঞ অধিনায়ক প্রয়োজন। তাই রোহিতকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। অস্ট্রেলিয়ার মতো এটাও একটা কঠিন সফর।’’

বিসিসিআই সূত্রে খবর টেস্ট দলের ব্যাটিং অর্ডারের পাঁচ এবং ছয় নম্বর জায়গা উদ্বেগে রেখেছে জাতীয় নির্বাচকদের। ইংল্যান্ডের মাটিতে সরফরাজ় খানের উপর খুব একটা ভরসা রাখতে পারছেন না আগরকরেরা। তাঁদের পছন্দ করুণ নায়ার এবং রজত পাটীদার। ধরে খেলতে পারেন এমন ব্যাটারদের টেস্ট দলে চাইছেন তাঁরা। বিসিসিআইয়ের ওই কর্তা বলেছেন, ‘‘মিডল অর্ডার নিয়ে খানিকটা উদ্বেগ রয়েছে। সরফরাজ়ের ব্যাটিং দক্ষতা ইংল্যান্ডে কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। করুণ এবং পাটীদার লাল বলের ক্রিকেটে দক্ষ। দু’জনেই ভাল ফর্মে রয়েছে। দু’জনের মধ্যে অন্তত এক জনের ‘এ’ দলে থাকা নিশ্চিত।’’

Advertisement

ইংল্যান্ড সফরে তৃতীয় ওপেনার হিসাবে দলে থাকতে পারেন সাই সুদর্শন। তবে শ্রেয়স আয়ার এবং অক্ষর পটেলের দলে জায়গা পাওয়া কঠিন। স্পিনার হিসাবে নির্বাচকদের পছন্দ কুলদীপ যাদব। ইংল্যান্ড সফরে ১৬ জনের দল পাঠাতে চাইছেন নির্বাচকেরা। দলের ভারসাম্যের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। বোলিং বিভাগ নিয়ে তুলনায় চিন্তা কম। অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজা এবং নীতীশ কুমার রেড্ডি থাকতে পারেন। জোরে বোলার হিসাবে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা প্রায় নিশ্চিত। উইকেটরক্ষক হিসাবে লোকেশ রাহুল এবং ঋষভ পন্থের কথা ভাবা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement