Cricketer

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ ১১ জন মহিলার

এক তরুণী-সহ অন্তত ১১ জন মহিলা অভিযোগ করেছেন ক্রিকেটারের বিরুদ্ধে। তবু জাতীয় দলের হয়ে বহাল তবিয়তে খেলে চলেছেন তিনি। প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৭:১২
Share:

—প্রতীকী চিত্র।

যৌন হেনস্থা, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে। এক তরুণী-সহ অন্তত ১১ জন মহিলা অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে। তবু বহাল তবিয়তে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন তিনি। অভিযোগকারীদের বক্তব্য, প্রশাসন পুরো বিষয়টিকে আড়াল করতে চাইছে।

Advertisement

ঘটনাটি ভারতের নয়, ওয়েস্ট ইন্ডিজ়ের। জাতীয় দলের সদস্য গায়ানার এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হেনস্থা, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ রয়েছেন অভিযোগকারীরা। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ-সহ গায়ানা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তদন্ত না করে প্রশাসন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

গায়ানার ‘কায়েতুর নিউজ়’ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যৌন নিগ্রহের শিকার এক তরুণী কিছু দিন আগে পুলিশের কাছে গিয়েছিলেন। পুলিশকর্মীরা তাঁকেই জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপে সংজ্ঞা হারান তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। গায়ানা পুলিশ অবশ্য জানিয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত চলছে।

Advertisement

ওই নিগৃহীতার পরিবারের অভিযোগ, ২০২৩ সালের ৩ মার্চ ওয়েস্ট ইন্ডিজ়ের জাতীয় দলের ক্রিকেটার যৌন নিগ্রহ করেন। সে সময় তরুণীর বয়স ছিল ১৮। বার্বিসের নিউ আমস্টারডামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে সমাজমাধ্যমে বন্ধুত্ব করেন অভিযুক্ত ক্রিকেটার। ঘটনার দিন তরুণীকে তাঁর কর্মস্থল থেকে গাড়িতে তুলে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। তাঁকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকে ছিলেন। প্রাথমিক ভাবে অস্বাভাবিক কিছু মনে হয়নি। কিছু ক্ষণ পর তরুণীকে আলাদা করে দোতলায় ডেকে নিয়ে যান ওই ক্রিকেটার। তার পর ঘটে যৌন নিগ্রহের ঘটনা। ২০ বছরের তরুণীর অভিযোগ ঘিরে হইচই শুরু হতে আরও অন্তত ১০ জন মহিলা সরব হয়েছেন। দাবি, তাঁদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। প্রশাসনের কাছে গিয়ে কোনও লাভ হয়নি।

জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে বিচলিত ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটকর্তারাও। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের সভাপতি কিশোর শ্যালো বলেছেন, ‘‘আমাদের কাছে আগে এমন কোনও অভিযোগ আসেনি। আমাদের কিছু জানা নেই। এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে চাই না।’’

অভিযুক্তের নাম প্রকাশ করেনি গায়ানার প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলেও রয়েছেন সংশ্লিষ্ট ক্রিকেটার। বিশেষ প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement