গুয়াহাটিতে মারমুখী মেজাজে অভিষেক শর্মা। ছবি: পিটিআই।
আবার প্রথম বলে ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি কেরিয়ার অষ্টম বার প্রথম বল গ্যালারিতে পাঠিয়েছেন তিনি। গুয়াহাটিতে রান তাড়া করতে নেমে দেখা গিয়েছে অভিষেক-ঝড়। মাত্র ১৪ বলে অর্ধশতরান করেছেন তিনি। দু’বলের জন্য ছুঁতে পারেননি যুবরাজ সিংহের রেকর্ড। তবে সেই রেকর্ড ভাঙা অসম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি।
যুবরাজের হাতেই তৈরি হয়েছেন অভিষেক। গুরুর মতোই বিধ্বংসী ব্যাটিং করেন শিষ্য। গুয়াহাটিতে ১৫৪ রান তাড়া করতে নেমে ২০ বলে ৬৮ রান করেছেন তিনি। মেরেছেন সাতটি চার ও পাঁচটি ছক্কা। ভারত ১০ ওভারে খেলা জিতে গিয়েছে। খেলা শেষে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল, যুবরাজের রেকর্ড একটুর জন্য হাতছাড়া হয়েছে। কী মনে হচ্ছে?
জবাবে অভিষেক বললেন, “দেখুন ওই রেকর্ড ভাঙা কঠিন। কিন্তু বলা যায় না। যে কোনও ব্যাটার সেই রেকর্ড ভাঙতে পারেন। আমিও পারি। আমার মনে হয়, এখনকার দিনে অনেকেই দ্রুত গতিতে ব্যাট করতে পারে। এই সিরিজ়ে সেটা দেখা গিয়েছে। খুব মজা হচ্ছে।” অভিষেকের কথা থেকে স্পষ্ট, তিনি গুরুর রেকর্ড ভাঙার চেষ্টা হয়তো পরের ম্যাচেই করবেন।
শিষ্য অভিষেকের এই মন্তব্যের কিছু ক্ষণ পরেই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গুরু যুবরাজ। এক্স হ্যান্ডেলে অভিষেকের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “এখনও ১২ বলে ৫০ করতে পারলি না। পারবি কি?” সঙ্গে অভিষেকের প্রশংসাও করেছেন তিনি। যুবরাজ লেখেন, “ভাল খেলেছিস। এ ভাবেই চালিয়ে যা।”
বেশির ভাগ ম্যাচেই ভারতের জয়ের ভিত গড়ে দেন অভিষেক। এই ম্যাচেও সেটাই করেছেন তিনি। কী পরিকল্পনা করে নামেন অভিষেক? ভারতের বাঁহাতি ওপেনার বললেন, “আমার কাছে দল এটাই চায়। আমি প্রতি ম্যাচে ভাল খেলার চেষ্টা করি। তবে বার বার তো সফল হওয়া যায় না। আমার মনে হয়ে মানসিক শক্তি খুব জরুরি। পাশাপাশি ফুরফুরে সাজঘর থাকাটাও জরুরি।”
আট বার ইনিংসের প্রথম বলে ছক্কা মেরেছেন অভিষেক। কী ভাবে এই অসাধ্যসাধন করেন তিনি? অভিষেকের মতে, ছক্কা মারতেই হবে এ কথা মাথায় রাখেন না তিনি। ভারতীয় ওপেনার বললেন, “আমি এটা ভাবি না যে, প্রথম বলেই ছক্কা মারতে হবে। উইকেট দেখে ঠিক করি কী করব। ভাবি, বোলার যদি প্রথম বলে আমাকে আউট করতে চায়, তা হলে কোথায় বল করবে। সে সব ভেবে আমি প্রথম বল খেলি। ফিল্ডিং দেখে শট খেলার চেষ্টা করি।”
অভিষেকের ব্যাটিং দেখে হতভম্ব নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারেরাও। খেলা শেষে দেখা যায়, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স গিয়ে অভিষেকের ব্যাট পরীক্ষা করে দেখছেন। তাঁরা বোঝার চেষ্টা করেন, কী ভাবে এত বড় বড় ছক্কা মারেন অভিষেক। তা দেখে হেসে ফেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও।