Hazratullah Zazai

মর্মান্তিক ঘটনা আফগান ক্রিকেটে, দু’বছরের কন্যাকে হারালেন তরুণ ব্যাটার হজ়রতুল্লাহ জ়া‌জাই

হজ়রতুল্লাহ জ়া‌জাইয়ের শিশুকন্যার মৃত্যুর খবর সংবাদমাধ্যমে দিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার করিম জানাত। ঠিক কী কারণে জ়াজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:৫৮
Share:

হজ়রতুল্লাহ জ়া‌জাই। ছবি: এক্স (টুইটার)।

আফগানিস্তানের ক্রিকেটমহলে শোকের আবহ। দু’বছরের কন্যাকে হারালেন আফগান ব্যাটার হজ়রতুল্লাহ জ়া‌জাই। আফগানিস্তানের জাতীয় দলের সদস্য করিম জানাত সমাজমাধ্যমে এই দুঃসংবাদ দিয়েছেন।

Advertisement

পারিবারিক দুর্ঘটনার কথা জ়াজাই নিজে কাউকে জানাননি। বিষয়টি জানাজানি হয়েছে জানাত সমাজমাধ্যমে জ়াজাই এবং তাঁর পরিবারকে সমবেদনা জানানোয়। দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছরের আফগান ব্যাটারকে।

জানাত সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সকলের মতো আমিও অত্যন্ত শোকাহত। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজ়রতুল্লাহ জ়া‌জাই তার শিশুকন্যাকে হারিয়েছে। অবিশ্বাস্য এই কঠোর সময়ে ওর এবং ওর পরিবারের জন্য আমার হৃদয় বেদনায় কাতর। প্রার্থনা করি এই মর্মান্তিক কঠিন সময়ের মধ্যে যাওয়ার শক্তি পাক ওরা। জ়াজাই এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই।’’ ঠিক কী কারণে জ়াজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

Advertisement

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জ়াজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলেও জায়গা পাননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement