MS Dhoni

যাত্রী আসনে সস্ত্রীক ধোনি, ভক্ত বিমানসেবিকা কী উপহার তুলে দিলেন মাহির হাতে?

বিমানে সাধারণ যাত্রীদের সঙ্গে বসেছিলেন ধোনি। তাঁকে চিনতে ভুল করেননি ভক্ত বিমানসেবিকা। প্রিয় ক্রিকেটারকে পেয়ে উপহারও দিলেন সেই বিমানসেবিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৬:৫২
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

দু’টি বিশ্বকাপ-সহ ভারতকে আইসিসির তিনটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন পাঁচ বার। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ধোনির জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাঁকে যাত্রী হিসাবে পেয়ে উচ্ছ্বসিত বিমানসেবিকা উপহার দিলেন।

Advertisement

সাধারণ যাত্রীদের সঙ্গেই স্ত্রী সাক্ষী ধোনিকে নিয়ে বিমানে উঠেছিলেন ধোনি। তাঁদের মাঝের আসনটি ছিল ফাঁকা। ট্যাবে গেমস খেলছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সে সময় তাঁর ভক্ত এক বিমানসেবিকা ট্রে করে বেশ কিছু চকোলেট নিয়ে আসেন। চকোলেট ভর্তি ট্রে তিনি দেন ধোনির হাতে। ধোনি প্রথম একটু অবাক হলেও হাসি মুখে মেনে নেন ভক্ত বিমানসেবিকার অনুরোধ। ট্রে থেকে পছন্দ মতো একটি চকোলেট তুলে নেন তিনি। ধোনিকে চকোলেট উপহার দেওয়ার ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি এখন শুধু আইপিএল খেলেন। এ বারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন হাঁটুর চোট নিয়ে। দলকে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর খেলা দেখতে দেশের প্রায় সব মাঠের গ্যালারিতেই ভিড় জমিয়েছিলেন ভক্তরা। তাঁর ব্যাটিং দেখার জন্য একাধিক মাঠে ক্রিকেটপ্রেমীদের ‘ধোনি’ চিৎকারও শোনা গিয়েছে। যা নিয়ে আইপিএল শেষ হওয়ার পর অভিমান গোপন করেননি সিএসকের আলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও। কারণ ব্যাটিং অর্ডারে জাডেজার পরেই থাকতেন ধোনি। ক্রিকেটপ্রেমীদের একাংশ চাইতেন, জাডেজা দ্রুত আউট হয়ে যান। তা হলে তাঁরা বেশিক্ষণ ধোনির ব্যাটিং দেখতে পাবেন। ধোনি অবশ্য প্রায় সব ম্যাচেই ব্যাট করতে নেমেছেন শেষ দিকে কয়েক বলের জন্য। হাঁটুর চোটের জন্য দৌড়ে রান নিতে সমস্যা হচ্ছিল তাঁর।

Advertisement

আগামী মরসুমেও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার ইচ্ছার কথা ধোনি জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। সব ঠিক থাকলে তিনিই দিতে পারেন নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন