Asia Cup 2022

কেন হারতে হল পাকিস্তানের কাছে, কাদের দুষলেন রোহিত

ম্যাচের পর রোহিত মেনে নিয়েছেন, ভাল ক্রিকেট খেলেই জিতেছে পাকিস্তান। সময় মতো বিপক্ষের উইকেট তুলতে না পারাকে হারের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করেছেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ০০:৫৭
Share:

প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী রোহিত। ছবি পিটিআই।

এশিয়া কাপের সুপার ফোর পর্ব জয় দিয়ে শুরু করতে পারল না ভারত। রবিবার পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেলেন রোহিত শর্মারা। দলের পরাজয়ে হতাশ হলেও শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী রোহিত।

Advertisement

ম্যাচের পর রোহিত কৃতিত্ব দিয়েছেন বাবর আজমের দলকে। টান টান উত্তেজনার ম্যাচ হেরে রোহিত মেনে নিয়েছেন, হারের প্রধান কারণ দরকারের সময় বিপক্ষের উইকেট তুলতে না পারা। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘এই ম্যাচে প্রচুর চাপ থাকে। প্রতি মুহূর্তে খেলার মধ্যে থাকা দরকার। এই ধরনের ম্যাচ খেলোয়াড়দের নিংড়ে নেয়। আমরা শান্ত থাকার চেষ্টা করেছিলাম। মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নাওয়াজের জুটির সময়ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছি আমরা। কিন্তু পারিনি। ওরা সত্যিই খুব ভাল ব্যাট করেছে। বড় জুটি তৈরি করেছে।’’

ভারতীয় দল খারাপ ব্যাটিং করেছে বলে মনে করেন না রোহিত। তিনি বলেছেন, ‘‘মনে হয় আমরা ভাল রানই করেছিলাম। যে কোনও উইকেটে, যে কোনও পরিবেশে ১৮০ যথেষ্ট ভাল রান। কিন্তু ওদের ইনিংসের মাঝামাঝি সময় আমরা উইকেট তুলতে পারিনি। ওই সময়টা কঠিন ছিল। এই ম্যাচ থেকে অবশ্য আমরা কিছু শিখলাম।’’

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তাও জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘এই ম্যাচ খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনে। অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কিছুই নিজেদের দিকে আসে না। এটা দক্ষতার বিষয় নয়। কারণ, একই রকম পরিস্থিতি আমরা আগেও সামলেছি। এটাও মানতে হবে, বিপক্ষ দল দারুণ লড়াই করেছে।’’

জয়ের জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। বলেছেন, ‘‘ওরা নিশ্চিত ভাবে আমাদের থেকে ভাল খেলেছে। বিরাট কোহলী ভাল ছন্দে রয়েছে। কোনও সন্দেহ নেই। সব ব্যাটারই রান করার চেষ্টা করেছে। বিশেষ করে কোহলী। পর পর দু’টো উইকেট চলে যাওয়ার পর রানের গতি বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল।’’

দুবাইয়ের এই মাঠে খেলা সহজ নয় বলেই জানিয়েছেন রোহিত। কারণ হিসাবে বলেছেন, ‘‘বাউন্ডারির দূরত্ব উইকেটের দু’দিকে সমান নয়। এক দিকে বেশি, এক দিকে কম। ব্যাট করার সময় সেটা মাথায় রাখতে হয়। শট নির্বাচন গুরুত্বপূর্ণ হয়। এমন ধরনের মাঠে খেলা কঠিন হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন