Rohit Sharma

রোহিত ০, নজিরের তালিকায় পাশে পেয়ে গেলেন বিশ্বের দুই সেরাকে

এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে বিদায় নেওয়া বাংলাদেশের কাছে হার। এখানেই শেষ নয় রোহিতের হতাশার। নিজেও এক লজ্জার নজির গড়লেন শুক্রবারের ম্যাচে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির লজ্জার নজির স্পর্শ করেছেন রোহিত শর্মা। দু’দিন আগেই বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসাবে এক দিনের ফরম্যাটে ১০ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন। তার পরের ম্যাচেই লজ্জার নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement

শুক্রবার শাকিব আল হাসানদের বিরুদ্ধে কোনও রান না করেই আউট হয়েছেন রোহিত। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের তানজ়িম হাসান শাকিবের দ্বিতীয় বলে আউট হন তিনি। তাতেই কোহলির একটি লজ্জার নজির ছুঁয়েছেন রোহিত। এই নিয়ে এক দিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে আউট হলেন রোহিত। কোহলিও এক দিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় তাঁরা রয়েছেন যুগ্ম ভাবে ষষ্ঠ স্থানে। এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ২০ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

সচিন অধিনায়ক হিসাবে দু’বার শূন্য রানে আউট হয়েছিলেন। বীরেন্দ্র সহবাগও অধিনায়ক হিসাবে দু’টি ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। রোহিতও অধিনায়ক হিসাবে দ্বিতীয় বার শূন্য রানে আউট হলেন। কোহলি অধিনায়ক হিসাবে তিন বার শূন্য করেছিলেন। অধিনায়ক হিসাবে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

২০২২ সালের ১৪ জুলাই শেষ বার শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত। লর্ডসে সে বার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক হওয়ার পর সেটাই তাঁর প্রথম শূন্য রানে আউট হওয়া। উল্লেখ্য, রোহিত পর পর তিন ম্যাচে অর্ধশতরান করার পর শুক্রবার রান পাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন