Pat Cummins

কয়েক দিন পরই অনুশীলন শুরু করবেন, আইপিএল খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া কামিন্স

চোটের জন্য মাঠ থেকে দূরে থাকলেও ফুরফুরে মেজাজে প্যাট কামিন্স। পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে তিনি মানসিক ভাবে তরতাজা। কয়েক দিন পর শুরু করবেন অনুশীলন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির সময় চোট পেয়েছিলেন প্যাট কামিন্স। নিয়মিত অধিনায়ককে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। কামিন্সের আশা, আইপিএলের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। খেলতে পারবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

Advertisement

চোটের জন্য মাঠ থেকে দূরে থাকলেও ফুরফুরে মেজাজে আছেন কামিন্স। পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটানোর সুযোগ পাওয়ায় মানসিক ভাবে তিনি অনেকটাই তরতাজা। আইপিএলের আগে শারীরিক ভাবেও সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে আশা তাঁর। কামিন্স বলেছেন, ‘‘পরিবারের সঙ্গে দারুণ দিন কাটাচ্ছি। ট্রেনিং, অনুশীলনের ব্যস্ততা নেই। সফরে যেতে হচ্ছে না। অন্য রকম ভাবে ভালই সময় কাটছে। বাড়িতে সকলের সঙ্গে থাকতে পারাটাও একটা পাওয়া।’’

বিশ্রামে থাকলেও আসন্ন আইপিএল নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন কামিন্স। চোট প্রায় সেরে গিয়েছে তাঁর। হায়দরাবাদের অধিনায়ক বলেছেন, ‘‘আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করার ইচ্ছা আছে। ক্রমশ উন্নতি হচ্ছে। আইপিএলের জন্য আমি প্রস্তুত।’’ আইপিএলের শুরু থেকে খেলা লক্ষ্য তাঁর। কামিন্সের নজরে রয়েছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালও। টানা দ্বিতীয় বার অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে চান। আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে টেস্ট বিশ্বকাপ ফাইনাল। এ বার অস্ট্রেলিয়াকে সামলাতে হবে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement