The Ashes 2025-26

ব্রিসবেনে দ্রুত রান তোলার চেষ্টায় অস্ট্রেলিয়া, দিন-রাতের টেস্টে ক্রমশ চাপ বাড়ছে ইংল্যান্ডের

প্রথম টেস্টে এগিয়ে থেকেও চতুর্থ ইনিংসে হেরে গিয়েছিল ইংল্যান্ড। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টেও চাপ বাড়ছে বেন স্টোকসের দলের উপর। অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটিংয়ে চাপ বাড়ছে ক্রমশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৫
Share:

অর্ধশতরানের পর মার্নাস লাবুশেন। ছবি: এক্স।

অ্যাশেজ় সিরিজ়ে দ্বিতীয় টেস্টেও দাপট বাড়ছে অস্ট্রেলিয়ার। ব্রিসবেনে দিন-রাতের টেস্টে দ্বিতীয় দিনের নৈশভোজের বিরতিতে স্টিভ স্মিথদের রান ৩ উইকেটে ২২৮। ১০৬ রানে পিছিয়ে রয়েছেন আয়োজকেরা। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে শুক্রবার দিন-রাতের টেস্টে ১০০০ রান পূর্ণ করলেন মার্নাস লাবুশেন।

Advertisement

পার্‌থ টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করেন ট্রেভিস হেড। আগের ম্যাচে আগ্রাসী ব্যাটিং করে জয় ছিনিয়ে নেওয়া হেড এ দিন তুলনায় সাবধানী ছিলেন। তবে রান তোলার গতি বজায় রাখেন। ৪৩ বলে ৩৩ রান করে আউট হন ব্রাইডন কার্সের বলে। মেরেছেন ৩টি চার এবং ১টি ছয়।

বড় রান না পেলেও দলের ইনিংসের সুর বেঁধে দিয়েছেন হেড। সে ভাবেই দলকে এগিয়ে নিয়ে যান আর এক ওপেনার জ্যাক ওয়েদারাল্ড এবং তিন নম্বরে নামা লাবুশেন। গোলাপি বলের টেস্টে তাঁরা রান তোলেন প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে। ইংল্যান্ডের ‘বাজ়বল’ ক্রিকেটকে নির্বিষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েই সম্ভবত ব্যাট করেন তাঁরা। নৈশভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ওভার প্রতি ৫ রানের বেশি তোলেন।

Advertisement

অজি ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং থামাতে পারছেন না ইংরেজ বোলারেরা। স্টোকস, কার্স, উইল জ্যাকসেরা থামাতে পারছেন না ওয়েদারাল্ড-লাবুশেনের আগ্রাসন। শুরুতে আর্চার ছাড়া কেউ সমীহ আদায় করতে পারেননি। ওয়েদারাল্ড করেন ৭৮ বলে ৭২। ১২টি চার এবং ১টি ছয় মারেন তিনি। লাবুশেনের ব্যাট থেকে এসেছে ৭৮ বলে ৬৫ রানের ইনিংস। বিরতির সময় ২২ গজে অপরাজিত রয়েছেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন। স্মিথ ২৪ এবং গ্রিন ২২ রানে খেলছেন। ইংল্যান্ডের আর্চার ৩৮ রানে ১ উইকেট নিয়েছেন। ৬৪ রানে ১ উইকেট স্টোকসের। ৭৮ রানে ১ উইকেট পেয়েছেন কার্স।

এর আগে শুক্রবার সকালে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩৪ রানে। প্রথম দিনের শেষে বেন স্টোকসদের রান ছিল ৯ উইকেটে ৩২৫। শুক্রবার তার সঙ্গে ৯ রান যোগ করেন তাঁরা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জো রুট। তাঁর ১৩৮ রানের ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ১টি ছয়। অপরাজিত থাকা আর এক ব্যাটার জফ্রা আর্চার করলেন ৩৬ বলে ৩৮ রান। ২টি করে চার এবং ছয় মেরেছেন তিনি। দশম উইকেটের জুটিতে ইংল্যান্ড যোগ করে ৭০ রান। ৭৫ রানে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement