ICC ODI World Cup 2023

রোহিতদের দলের তিন জনকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া, কোন তিন জন, জানিয়ে দিলেন অসি অধিনায়ক

ভারতের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। এক দিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে তিন জনকে নিয়ে চিন্তিত প্যাট কামিন্সেরা। কারা তাঁরা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ১৮:১৭
Share:

প্য়াট কামিন্স। —ফাইল চিত্র

রবিবার ভারতের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। এক দিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে তিন জনকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া। ভারতের পেস ত্রয়ী নয়। ভারতের স্পিন ত্রয়ীকে বেশি ভয় পাচ্ছেন প্যাট কামিন্সেরা। তাই তাঁদেরকে নিয়ে বেশি প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া।

Advertisement

ম্যাচের আগের দিন কামিন্স বলেন, ‘‘ভারতের বোলিং আক্রমণ বেশ ভাল। বিশেষ করে ভারতের মাটিতে ওদের স্পিনারেরা ভয়ঙ্কর। ভারতের তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের বিরুদ্ধে আমাদের ভাল খেলতে হবে। আমরা স্পিনারদের বিরুদ্ধে পরিকল্পনা করেছি। ব্যাটারদের স্বাভাবিক খেলা খেলতে হবে। যা পরিকল্পনা করেছি তা কাজে লাগাতে হবে।’’

আইপিএলে খেলার অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে বলে জানিয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের কথায়, ‘‘ভারতে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়েও অনেক ম্যাচ খেলেছি। আমার তো মনে হয় শেষ ১০ বছরে অস্ট্রেলিয়ার থেকে বেশি ম্যাচ আমি ভারতে খেলেছি। তাই অতিরিক্ত চাপ নিচ্ছি না। এখানকার পরিবেশ আমাদের চেনা। সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’’

Advertisement

ভারতে সবার আগে এসেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ খেলার আগে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলেছে তারা। সেখানে হারতে হলেও প্রস্তুতি ভাল হয়েছে বলে মনে করেন কামিন্স। তিনি বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। অন্য সব দলের তুলনায় আমরা আগে এসেছি। প্রথম একাদশ তৈরি আছে। বিকল্প পরিকল্পনাও করে রেখেছি। আশা করছি ভাল খেলব।’’

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা শেষ বার ২০১৫ সালে বিশ্বকাপ জিতেছিল। সেটা নিজেদের দেশে। এ বার ভারতের মাটিতে ষষ্ঠ বার প্রতিযোগিতা জিততে চাইছে তারা। সেই লক্ষ্যেই ভারতের বিরুদ্ধে খেলতে নামছেন কামিন্সেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন