Michael Hussey and Sachin Tendulkar

হাসির দাবি হাস্যকর? আরও আগে খেলা শুরু করলে সচিনের থেকে পাঁচ হাজার রান বেশি করতাম! বলে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

হঠাৎই মাইকেল হাসি দাবি করে বসলেন, আর একটু কম বয়সে অভিষেক হলে সচিনকে ছাপিয়ে যেতেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, সচিনের থেকে তিনি অন্তত পাঁচ হাজার রান বেশি করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১২:৩৮
Share:

(বাঁদিকে) মাইকেল হাসি, সচিন তেন্ডুলকর (ডানদিকে)। —ফাইল চিত্র

ক্রিকেটের অধিকাংশ রেকর্ডই সচিন তেন্ডুলকরের দখলে। ধারেকাছে এখনও কেউ নেই। কিন্তু হঠাৎই এক ক্রিকেটার দাবি করে বসলেন, আর একটু কম বয়সে অভিষেক হলে সচিনকে ছাপিয়ে যেতেন তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল হাসির দাবি, সচিনের থেকে তিনি অন্তত পাঁচ হাজার রান বেশি করতেন।

Advertisement

২০০৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় হাসির। তখন তাঁর বয়স ২৯। দেশের হয়ে ন’বছর খেলেছেন তিনি। মোট ১২,৪৮৮ আন্তর্জাতিক রান রয়েছে তাঁর। সেখানে ১৬ বছর বয়সে অভিষেক হওয়া এবং ২৪ বছর দেশের হয়ে খেলা সচিনের মোট রান ৩৪,৩৫৭। অর্থাৎ, হাসির থেকে প্রায় তিন গুণ বেশি। কিন্তু তা সত্ত্বেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের এখনকার কোচের দাবি, আরও আগে দেশের হয়ে খেলা শুরু করলে তিনি সচিনের থেকে অন্তত ৫০০০ রান বেশি করতেন।

‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেন, “আমি একটা বিষয় নিয়ে অনেক ভেবেছি। কুড়ির কোঠায় অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলে আমি হয়তো সচিনের থেকে ৫,০০০ রান বেশি করতাম। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান আমারই হত। সবচেয়ে বেশি শতরানও আমার হত। সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি অ্যাসেজ়, বিশ্বকাপ জয়, সবই আমার হত। কিন্তু সেগুলো স্বপ্নই থেকে গেল।”

Advertisement

৭৯টি টেস্টে হাসির রান ৬,২৩৫। গড় ৫১.৫২। এক দিনের ক্রিকেটে ১৮৫টি ম্যাচে ৪৮.১৫ গড়ে করেছেন ৫,৪৪২ রান। দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৮টি। রান ৭২১। সব মিলিয়ে মোট ২২টি আন্তর্জাতিক শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন এক বার। ১৬ বছর বয়সে অভিষেক হওয়া সচিনের ২০০টি টেস্টে রান ১৫,৯২১, শতরান ৫১টি। একদিনের ক্রিকেটে ৪৬৩টি ম্যাচে করেছেন ১৮,৪২৬ রান, শতরান ৪৯টি। মোট শতরান ১০০টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement