IPL 2025

আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?

এ বারের আইপিএলের মাঝে ভারত-পাক সংঘাত শুরু হয়। যে কারণে এক সপ্তাহের জন্য পিছিয়ে যায় প্রতিযোগিতা। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা স্টার্ক আইপিএল স্থগিত হওয়ার সময় দেশে ফিরে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৪:৩৩
Share:

মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।

ভারত-পাক সংঘাতের পর আর আইপিএল খেলতে আসেননি মিচেল স্টার্ক। দিল্লি ক্যাপিটালসের পেসার জানিয়ে দিয়েছিলেন, তাঁর পক্ষে আর ভারতে খেলতে আসা সম্ভব হবে না। কেন খেলতে আসেননি তিনি? জানিয়ে দিলেন স্টার্ক।

Advertisement

এ বারের আইপিএলের মাঝে ভারত-পাক সংঘাত শুরু হয়। যে কারণে এক সপ্তাহের জন্য পিছিয়ে যায় প্রতিযোগিতা। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা স্টার্ক আইপিএল স্থগিত হওয়ার সময় দেশে ফিরে গিয়েছিলেন। তিনি আর ভারতে এসে আইপিএলের বাকি পর্ব খেলেননি। স্টার্ক বলেন, “না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। সেই সময় যা পরিস্থিতি ছিল এবং আমি তা যে ভাবে সামলেছি, তা সঠিক ছিল।”

১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া দলে রয়েছেন স্টার্ক। তিনি বলেন, “আমার লক্ষ্য তখন ছিল লাল বলের ক্রিকেটে। সময় বলবে যারা আইপিএল খেলতে ফিরে গিয়েছিল এবং যারা যায়নি, তাদের মধ্যে তফাত হয় কি না। আমরা সকলে দেখেছি ওখানে কী হচ্ছিল। তাই যা সিদ্ধান্ত নিয়েছি, ভেবেই নিয়েছি।”

Advertisement

দিল্লি ক্যাপিটালসের প্রতি তাঁর দায়বদ্ধতা নেই, এমনটা স্বীকার করছেন না স্টার্ক। তিনি বলেন, “দিল্লির সঙ্গে আমি এখনও যুক্ত। আমি ওই ধরনের মানুষ নই যে, প্রতিযোগিতায় নাম লেখাব, নিলামে কেউ আমাকে কিনবে, তার পর নাম তুলে নেব। কিন্তু এখানে পরিস্থিতি আলাদা ছিল।”

দিল্লির হয়ে ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন স্টার্ক। তাঁকে ছাড়া ম্যাচ খেলতে নেমে বেকায়দায় পড়েন অক্ষর পটেলেরা। আইপিএলের প্লে-অফে জায়গা পাকা করতে পারেননি তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement