ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাটের ধার কমেনি ডেভিড ওয়ার্নারের। বিগ ব্যাশ লিগের ম্যাচে রোহিত শর্মাকে টপকে বিরাট কোহলির নজির ছুঁয়ে প্রমাণ করে দিলেন ৩৯ বছরের ব্যাটার। সিডনি থান্ডার্সের হয়ে ৬৫ বলে ১৩০ রানের ইনিংস খেলে নজির গড়লেন অজি ব্যাটার।
হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ওপেন করতে নামেন ওয়ার্নার। ২২ গজে জমে যাওয়ার পর আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। ৫৭ বলে শতরান পূর্ণ করেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ১১টি চার এবং ন’টি ছয়ের সাহায্যে ১৩০ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে ওয়ার্নারের স্ট্রাইক রেট ছিল ২০০। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নবম শতরান করলেন ওয়ার্নার। ২০ ওভারের ক্রিকেটে শতরানের সংখ্যায় একসঙ্গে টপকে গেলেন রোহিত, গ্লেন ম্যাক্সওয়েল, অভিষেক শর্মা, জস বাটলার এবং ফাফ ডুপ্লেসিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁদের শতরানের সংখ্যা আট।
নবম শতরান করে ওয়ার্নার স্পর্শ করলেন কোহলির কীর্তি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলিরও ন’টি শতরান রয়েছে। এ ছাড়াও টি-টোয়েন্টিতে ন’বার শতরান করেছেন রিলি রুসোও। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ন’টি শতরান করলেন ওয়ার্নার।