Shakib Al Hasan

ভোটে জিতেই ফিরেছেন ক্রিকেটে, টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কতটা, জানিয়ে দিলেন শাকিব

নির্বাচনের কারণে কিছু দিন নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাকিব আল হাসান। নির্বাচনে জিতেই আবার ফিরেছেন ক্রিকেট মাঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানালেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১২:০৩
Share:

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

নির্বাচনের কারণে কিছু দিন নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জিতেই আবার ফিরেছেন ক্রিকেট মাঠে। তার পরেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়ে দিলেন শাকিব। বাংলাদেশের অধিনায়কের আশা, ওয়েস্ট ইন্ডিজ়, আমেরিকার চেনা পরিবেশে ভাল ফল করবে বাংলাদেশ।

Advertisement

শাকিবের মতে, বাংলাদেশ ইদানীং টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ ভালই খেলছে। তাঁকে ছাড়াই নিউ জ়‌িল্যান্ডে গিয়ে সিরিজ়‌ ড্র করে এসেছে। তাই বড় প্রতিযোগিতাতেও বাংলাদেশ বেশ কিছু দলকে চমকে দিতে পারে বলে আশা করেছেন শাকিব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রংপুর রাইডার্সের হয়ে খেলতে নামার আগে এক সংবাদপত্রকে শাকিব বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে। আমরা যে ধরনের ক্রিকেট খেলি তাতে ওই পরিবেশে সাহায্য পাব। গত এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা ভালই খেলছি। দলে ভারসাম্য রয়েছে। বেশ ছন্দ দেখা যাচ্ছে। প্রত্যেকে ভাল খেলছে। নিউ জ়‌িল্যান্ডেও সবাই ভাল খেলেছে। তাই আমাদের প্রত্যাশা অনেকটাই।”

Advertisement

নির্বাচন শেষে এখন ফিটনেস ফিরে পাওয়াই শাকিবের প্রধান কাজ। ব্যক্তিগত কোচ নাজমুল আবেদীনের অধীনে অনুশীলন করছেন তিনি। গত বার বিপিএলে শাকিব খেলেছিলেন বরিশালের হয়ে। ৩৭৫ রান করার পাশাপাশি ১০টি উইকেটও নিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন