Mustafizur Rahman

নিজের দেশের লিগেই অবিক্রিত! ক্রিকেটে ফিরতে মরিয়া মুস্তাফিজুর নিলেন বিশেষ ইঞ্জেকশন

ঢাকা প্রিমিয়ার লিগে কোনও দলই কেনেনি মুস্তাফিজুর রহমানকে। নিজের দেশের লিগেই তিনি অবিক্রিত। এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে মরিয়া। সে জন্য বিশেষ একটি ইঞ্জেকশন নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:০৮
Share:

মুস্তাফিজুর রহমান। — ফাইল চিত্র।

কিছু দিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদল হয়েছে। সেখানে কোনও দলই কেনেনি মুস্তাফিজুর রহমানকে। নিজের দেশের লিগেই তিনি অবিক্রিত থেকে গিয়েছেন। বাংলাদেশের বোলার এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে মরিয়া। সে জন্য বিশেষ একটি ইঞ্জেকশন নিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি পিআরপি (প্লেটলেট-রিচ-প্লাজ়মা) ইঞ্জেকশন নিয়েছেন তিনি। এই প্রক্রিয়ায় রোগীর নিজের প্লেটলেটই তাঁর দেহের চোটপ্রবণ অংশে প্রবেশ করানো হয়, যাতে সেই চোট সেরে যায় এবং ব্যথা কমে যায়। শরীরের ওই অংশের কোষগুলিও ঠিক হয়ে যায়। অনেক ক্রীড়াবিদকেই এই ইঞ্জেকশন নিতে দেখা যায়।

বাংলাদেশ বোর্ডের চিকিৎসক দলের এক সদস্য বলেছেন, “মুস্তাফিজুরকে পিআরপি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। মাঠে ফেরার আগে ওর কিছুটা বিশ্রাম দরকার। ও নতুন করে কোনও চোট পায়নি। তবে বাঁ কাঁধের যে জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে তা ওকে মাঝেমাঝেই সমস্যায় ফেলে। সেটা সামলেই খেলে ও। পিআরপি ইঞ্জেকশন নিলে চোটপ্রবণ অংশ সেরে যায় এবং ব্যথা কমে যায়।” তিনি জানিয়েছেন, এই ইঞ্জেকশন নেওয়ার পর ৭-১০ দিন লাগে সেরে উঠতে।

Advertisement

শোনা গিয়েছে, ঈদ-উল-ফিতরের পরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চান মুস্তাফিজুর। আইপিএলেও তাঁকে খেলতে দেখা যেতে পারে বলে শোনা গিয়েছিল। আপাতত সে রকম সম্ভাবনা নেই। মহানিলামে কোনও দলই তাঁকে কেনেনি। ঢাকা প্রিমিয়ার লিগে এখন কোনও দল তাঁকে কেনে কি না, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement