—প্রতীকী চিত্র।
আইপিএল সম্প্রচার বন্ধ করে দিল বাংলাদেশ। সে দেশের মুহাম্মদ ইউনূসের সরকার এই নির্দেশ দিয়েছে। শুধু এ বারই নয়, অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মুস্তাফিজুর রহমান বিতর্কে নতুন পদক্ষেপ বাংলাদেশ সরকারের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল তারা। এ বার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বন্ধ করা হল আইপিএলের সম্প্রচার। সোমবার সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আইপিএলের প্রচারও। জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলকে আইপিএল সংক্রান্ত সব ধরনের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, আগামী আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক অত্যাচারের ঘটনা দু’দেশের সামাজিক সম্পর্ককে প্রভাবিত করছে কিছু দিন ধরে। এই পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরের খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতের একাধিক রাজনৈতিক দল। মুখ খোলেন ধর্মগুরুরাও। ক্রমশ চাপ বাড়তে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপর। চাপ বাড়তে থাকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের উপরও। কারণ আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে মুস্তাফিজুরের খেলার কথা ছিল কেকেআরের হয়ে। তাঁকে নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় কেনে শাহরুখের কেকেআর। ফলে প্রতিবাদীদের একাংশ নিশানা করতে শুরু করেন বলিউড বাদশাকেও। পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করায় গত শনিবার বাংলাদেশি জোরে বোলারকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই দল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কেকেআরকে। তার পরই দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক ঘিরে তৈরি হয় নতুন জটিলতা।
বিসিসিআইয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে লিটন কুমার দাসদের যেন ভারতে না পাঠানো হয়। সমাজমাধ্যমেও সেই নির্দেশ পোস্ট করেন তিনি। তাঁর নির্দেশের পরও কঠোর সিদ্ধান্ত নিচে চাননি বিসিবির পরিচালক সমিতির অধিকাংশ সদস্য। পরে সরকারের অনড় মনোভাব আঁচ করে রবিবার দুপুরে পরিচালকদের বৈঠকে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই মর্মে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) চিঠি দিয়ে আবেদনও করেছে তারা।
বিসিবি-র সিদ্ধান্তের পর বাংলাদেশে আইপিএল বিরোধী সুর আরও চড়ে। ইউনূস সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার ইঙ্গিত দেন, বাংলাদেশে আইপিএলের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেইমতোই সোমবার হাসানের মন্ত্রক বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল সংক্রান্ত সব সম্প্রচার এবং প্রচার নিষিদ্ধ ঘোষণা করল।