ICC T20 World Cup 2026

ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে কিছু জানেন না লিটন, বাংলাদেশের টি২০ অধিনায়কের পাল্টা প্রশ্ন, ‘আপনি নিশ্চিত আমরা বিশ্বকাপে খেলব?’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম বার মুখ খুললেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। যথেষ্ট আশঙ্কা ধরা পড়ল তাঁর গলায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২০:১১
Share:

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিছুতেই এ দেশে খেলতে আসতে রাজি নয় তারা। এ বিষয়ে প্রথম বার মুখ খুললেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। যথেষ্ট আশঙ্কা ধরা পড়ল তাঁর গলায়। জানিয়ে দিলেন, এ বিষয়ে উত্তর না দেওয়াই ‘নিরাপদ’ হবে। আদৌ বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

মঙ্গলবার বিপিএলের ম্যাচের পর লিটনকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বিপিএল আদৌ সঠিক কি না? লিটন তখন বলেন, “আপনি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব? আমি তো এখনও অনিশ্চিত। বাকিরাও অনিশ্চিত। আমার মনে হয় গোটা দেশও এই মুহূর্তে অনিশ্চিত। কারও কাছে কোনও উত্তর নেই। আমি জানি আপনি কী প্রশ্ন করতে চলেছেন। তবে এর উত্তর দেওয়া এখন আমার পক্ষে নিরাপদ নয়। তাই কোনও উত্তর দেব না।”

তবে এই টালবাহানা যে তাঁর ভাল লাগছে না, এটাও স্পষ্ট করে দিয়েছেন লিটন। বলেছেন, “সকলে বিপিএল খেলছে এটা ঠিক। তবে এটা যদি জানতে পারতাম যে গ্রুপে আমাদের প্রতিপক্ষ কে বা কোন দেশে আমরা খেলতে যাচ্ছি তা হলে খুবই সুবিধা হত। এখনও পর্যন্ত কোনও খেলোয়াড়ই জানে না আমরা কোথায় খেলতে যাব বা কাদের বিরুদ্ধে খেলব। আমাদের মতো গোটা বাংলাদেশও দোলাচলে ভুগছে।”

Advertisement

প্রশ্ন তোলা হয় ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও। লিটন বলেন, “এটা বলা নিরাপদ নয়। একেবারেই নিরাপদ নয়। ধন্যবাদ। আশা করি আমার উত্তরে আপনার খারাপ লাগবে না।” তিনি উত্তর দিতে চাননি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা নিয়েও। বলেন, “আমার সঙ্গে এ ব্যাপারে কেউ কোনও কথা বলেনি। জীবনে অনেক কিছুই ঠিকঠাক হয় না। তবে পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেটা মেনে নিতে হয়।”

লিটন জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বোর্ডকর্তারা কেউ যোগাযোগ করেননি তাঁর সঙ্গে। বিপিএল যে আদৌ সঠিক প্রস্তুতি নয়, সেটাও মেনে নিয়েছেন লিটন। বলেছেন, “আজ থেকে আমাদের ম্যাচ শেষ। ঘরে গিয়ে বিশ্রাম নেব। প্রচুর পরিশ্রম হয়েছে ম্যাচগুলো খেলতে গিয়ে। আমরা কোনও বিরতি ছাড়াই একটানা খেলে যাচ্ছি। বিশ্রামের সময়ই পাইনি। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলার পর বিশ্রাম পাওোয়া যায়। কিন্তু বিপিএলে সেই সুযোগ কেউ পায়নি। বিশেষ করে আমার রংপুর দল তো পায়ইনি। আমরা পরের পর ম্যাচ খেলেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement