Team India

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী রোহিতেরা পেলেন বিশেষ আংটি, আমেরিকার লিগকে অনুকরণ ভারতীয় বোর্ডের

আমেরিকার বাস্কেটবল এবং ফুটবল লিগকে অনুকরণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের বিশেষ ধরনের আংটি দিল বিসিসিআই। গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ের এক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৪
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল। — ফাইল চিত্র।

আমেরিকার বাস্কেটবল এবং ফুটবল লিগকে অনুকরণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের দেওয়া হল বিশেষ ধরনের আংটি। গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ের এক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে। তবে তা প্রকাশ্যে এসেছে শুক্রবার। বোর্ডই একটি ভিডিয়ো পোস্ট করে আংটি দেওয়ার কথা জানিয়েছে।

Advertisement

গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফকে আংটি দেওয়া হয়েছে। প্রত্যেকটি আংটির উপরে রয়েছে অশোকচক্র। ক্রিকেটারদের নামও খোদাই করা রয়েছে। আংটি তৈরি হয়েছে সোনা এবং হিরে দিয়ে। আকর্ষণীয় নকশা রয়েছে গোটা আংটিতেই। উপরে ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ শব্দ দু’টি খোদাই করা রয়েছে।

সেই বিশেষ আংটি। ছবি: সমাজমাধ্যম।

চ্যাম্পিয়ন দলকে আংটি দেওয়ার রীতি রয়েছে আমেরিকায়। দীর্ঘ দিন ধরেই এই প্রথা চলে আসছে। বাস্কেটবল প্রতিযোগিতায় বিজয়ীদের আংটি দেওয়া হচ্ছে ১৯৪৭ সাল থেকে। আমেরিকার ফুটবল লিগে ‘সুপার বোল’ যে দল জেতে তাদের সদস্যদের আংটি উপহার দেওয়া হয়। তবে সবার আগে এই রীতি শুরু করেছিল বেসবল লিগ। এখনও প্রতিটি লিগে এই রীতি চলে আসছে।

Advertisement

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছিল ভারত। আগে ব্যাট করে ভারতের তোলা ১৭৬/৭-এর জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে গিয়েছিল ১৬৯/৮-এই। ফাইনালে ৭৬ রান করে ম্যাচের সেরা হয়েছিল বিরাট কোহলি। সিরি‌জ় সেরা হয়েছিল জসপ্রীত বুমরাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement