IPL 2025

নজরকাড়া ‘চম্পক’কে নিয়ে বিপাকে ভারতীয় বোর্ড, মামলা ঠুকল দিল্লির একটি পত্রিকা

দিল্লি হাই কোর্টে মামলা করা হয়েছে। ‘চম্পক’ নামে একটি পত্রিকা রয়েছে। সেই পত্রিকার মালিক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মামলা করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২০:২৬
Share:

আইপিএলে এই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। —ফাইল চিত্র।

আইপিএলে ব্যবহৃত কুকুরের মতো দেখতে ক্যামেরার নাম ‘চম্পক’ রাখায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। দিল্লি হাই কোর্টে মামলা করা হয়েছে। চম্পক নামে একটি পত্রিকা রয়েছে। সেই পত্রিকার মালিক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মামলা করেছে।

Advertisement

পত্রিকাটির তরফে অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড ক্যামেরাটির যে নাম দিয়েছে, তাতে পত্রিকার এত দিনের নাম খারাপ হচ্ছে। পত্রিকার তরফের আইনজীবী অমিত গুপ্ত বলেন, “ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএল চলছে। অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। ২৩ এপ্রিল সেটির নামকরণ করা হয়েছে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে।”

আদালত যদিও পত্রিকার দাবি মানতে নারাজ। পত্রিকার চরিত্রটির নাম চিকু। যা বিরাট কোহলির ডাক নাম। পত্রিকাটি যদি কোহলির নাম ব্যবহার করে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড ওই পত্রিকার নাম ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা নয় বলেই মনে করছে আদালত।

Advertisement

আইনজীবী গুপ্ত বলেন, “পত্রিকার চরিত্রগুলো সবই কোনও না কোনও পশু। এই ক্যামেরাটিও তৈরি কুকুরের আদলে। সেই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।” আদালত যদিও সেটা মানছে না। বিচারপতি বলেন, “সমস্যা তৈরি হওয়ার কোনও উদাহরণ পাওয়া যাচ্ছে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement