BCCI

গম্ভীরের ফতোয়া না মানলে চলবে না! পার পাচ্ছেন না সিরাজ-রাহুলেরা, চিঠি ধরিয়ে দিল বোর্ড

গত মরসুম থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। দলীপ ট্রফির ক্ষেত্রেও সেই অবস্থানের কোনও পরিবর্তন হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৩:৫৫
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

দলীপ ট্রফি দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট মরসুম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা চান এশিয়া কাপের দলে না থাকা লোকেশ রাহুল, মহম্মদ সিরাজেরা খেলুন এই প্রতিযোগিতায়। তেমন নির্দেশই দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে। ঘরোয়া ক্রিকেট নিয়ে কঠোর অবস্থান বজায় রাখছে বোর্ড।

Advertisement

গত মরসুম থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলে ফেরা রাহুল, সিরাজেরা বাড়তি সুবিধা পাবেন না। বোর্ড কর্তারা চান, এশিয়া কাপের দলে না থাকা দেশের প্রথম সারির ক্রিকেটারেরা দলীপ ট্রফি খেলুন। প্রতিযোগিতার আকর্ষণ এবং মানের স্বার্থেই এই ভাবনা তাঁদের। তবে ইংল্যান্ড সফর থেকে ফেরা ক্রিকেটারদের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার জন্য চাপ দেওয়া হবে না।

বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার অফ ক্রিকেট অপারেশন অ্যাবে কুরুভিল্লা সংশ্লিষ্ট ব্যক্তিদের ই-মেল করে অনুরোধ করেছেন, সম্ভাব্য সেরা দল তৈরির উদ্যোগ নিতে। রাহুল, সিরাজের মতো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম দলীপ ট্রফির দলে না দেখে সক্রিয় হয়েছে বিসিসিআই।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কুরুভিল্লা ই-মেলে লিখেছেন, ‘‘প্রতিযোগিতার মর্যাদা এবং সর্বোচ্চ মান নিশ্চিত করতে ভারতীয় দলের ক্রিকেটারদের তাদের আঞ্চলিক দলে নির্বাচন করতে হবে। যে ক্রিকেটারদের পাওয়া যাবে, তাদের নিয়ে সম্ভাব্য সেরা দল তৈরি করতে হবে। আঞ্চলিক নির্বাচকদের অনুরোধ, আপনারা দলীপ ট্রফির দলে ভারতীয় দলের ক্রিকেটারদের রাখুন।’’

বিসিসিআই কর্তারা চাইছেন ইংল্যান্ড থেকে ফেরা রাহুল, সিরাজ, সাই সুদর্শনেরা দলীপ ট্রফি খেলুন। এশিয়া কাপের জন্য স্ট্যান্ড বাই যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দরেরা ছাড় পেতে পারেন। বোর্ড সূত্রে খবর, চোটের সম্ভাবনা এড়াতে তাঁদের ক্ষেত্রে কিছুটা নরম অবস্থান নেওয়া হতে পারে। তবে তাঁরা দলীপ ট্রফিতে খেলতে চাইলে আপত্তি করা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement