Gautam Gambhir

প্রোটিয়াদের হাতে চুনকামের পরেও কি শুভমনদের গুরু থাকবেন গম্ভীর? সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় বোর্ড

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ়‌ে চুনকাম হয়েছে ভারত। একাধিক লজ্জার নজির তৈরি হয়েছে তাঁর আমলে। গৌতম গম্ভীর ভারতের কোচ থাকবেন কি না, সেই নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১০:২৮
Share:

ভারতের কোচ গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ়‌ে চুনকাম হতে হয়েছে ভারতকে। লাল বলের ক্রিকেটে একাধিক লজ্জার নজির তৈরি হয়েছে তাঁর আমলেই। সেই গৌতম গম্ভীর আর ভারতের কোচ থাকবেন কি না, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় বোর্ড। ভারতের কোচের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন বোর্ডকর্তা।

Advertisement

গত এক বছরে দেশের মাটিতে দ্বিতীয় বার টেস্ট সিরিজ় চুনকাম হয়েছে ভারত। তবে গম্ভীরকে এখনই কোচের পদ থেকে সরানো হবে না বলেই জানা গিয়েছে। আরও কিছুটা সময় দেওয়া হবে তাঁকে। তবে আগের থেকে একটু হলেও কড়া হতে পারেন বোর্ডকর্তারা।

‘এনডিটিভি’-কে বোর্ডের এক কর্তা বলেছেন, “এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কথা আমরা ভাবছি না। ও একটা দল তৈরি করছে। ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের পর গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক হবে বোর্ডকর্তাদের। সেখানেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে, দলের এই রূপান্তরের (ট্রানজ়িশন) সময়টাকে কী ভাবে দেখছে ও।”

Advertisement

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ আর এক বোর্ডকর্তা একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, “দুম করে কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয় বিসিসিআই। দল এখন রূপান্তরের মধ্যে রয়েছে। বিশ্বকাপ সামনেই। তা ছাড়া ওঁর চুক্তি হয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তাই এখনই গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও কারণ নেই।”

উল্লেখ্য, বুধবার সিরিজ় হারের পর নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে গম্ভীর বলেছিলেন, “এটা তো বোর্ড সিদ্ধান্ত নেবে। আমি আগেও একটা কথা বলেছি, আজও বলছি। ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি নই। মনে রাখবেন, আমি সেই একই লোক যে ইংল্যান্ডে ভাল ফল করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে।”

উল্টে গম্ভীর দোষ চাপিয়েছিলেন বাকিদের উপরেও। বলেছিলেন, “সকলেই এই হারের জন্য দায়ী। তবে দায়টা আমার থেকে শুরু হচ্ছে। আমাদের অনেক ভাল খেলতে হবে। ৯৫/১ থেকে ১২২/৭ হয়ে যাওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। কোনও নির্দিষ্ট ক্রিকেটার বা কোনও নির্দিষ্ট শটকে দোষী সাব্যস্ত করা যাবে না। সকলে সমান ভাবে দায়ী। আমি কখনও কাউকে দোষ দিইনি। আগামী দিনেও সেটা করব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement