WTC Final 2027

ভারতে টেস্ট বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে চায় বিসিসিআই, প্রস্তাব পাঠানো হবে আইসিসি-কে

পরের টেস্ট বিশ্বকাপ ভারতে আয়োজনের ব্যাপারে আইসিসি-কে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব পাঠাতে চায় বিসিসিআই। ২০২৭-এ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, তা আয়োজন করতে চায় বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৬:৪২
Share:

টেস্ট বিশ্বকাপের ট্রফি হাতে গত বারের বিজয়ী দল অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (বাঁ দিকে) এবং মিচেল স্টার্ক। — ফাইল চিত্র।

পরের টেস্ট বিশ্বকাপ ভারতে আয়োজনের ব্যাপারে আইসিসি-কে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব পাঠাতে চায় বিসিসিআই। কিছু দিন পরেই এই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গিয়েছে। ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, তা আয়োজন করতে চায় বোর্ড।

Advertisement

অতীতে যে দু’টি ফাইনাল হয়েছে তা আয়োজন করেছে ইংল্যান্ড। এ বারের ফাইনালও হবে ইংল্যান্ডে। সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তেমনই চুক্তি হয়েছিল আইসিসির। তবে গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে ভারতীয় বোর্ডের আলোচনা হয়েছে। সেখানেই বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল বিসিসিআইয়ের ইচ্ছার কথা জানিয়েছেন।

আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ। ফলে বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র বলেছেন, “যদি ভারত পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছয়, তা হলে সমর্থকদের কাছে একটা দারুণ সুযোগ চলে আসবে। যদি সেটা না-ও হয়, তা হলেও দুটো সেরা দলের ক্রিকেট দেখার জন্য অনেকেই মাঠে আসবেন।”

Advertisement

জয় শাহ নিজেও চাইবেন তিনি আইসিসির শীর্ষ পদে থাকার সময়ে ভারতে কোনও বড় প্রতিযোগিতার ফাইনাল হোক। তবে সমস্যা দেখা দিতে পারে যদি ভারত এবং পাকিস্তান ফাইনালে ওঠে। আইসিসির কর্তাদের দাবি, তখন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement