India vs England 2025

ট্রফি থেকে নাম মুছে যাওয়া পতৌদির সম্মানরক্ষায় নেমেছে ভারতীয় বোর্ড, বিকল্প প্রস্তাব ইংল্যান্ডকে

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ়ের জয়ী দলকে এ বার থেকে দেওয়া হবে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত সিরিজ়গুলোয় নতুন ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। এত দিন দেওয়া হত পতৌদি ট্রফি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৬:৪৯
Share:

মনসুর আলি খান পতৌদি। —ফাইল চিত্র।

২০০৭ সালে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ়ের জয়ী দল পতৌদি ট্রফি পেয়েছে। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত সিরিজ়ের জয়ী দলকে এই ট্রফি দিত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু এ বার থেকে সেই ট্রফির বদলে দেওয়া হবে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। পতৌদির নাম এ ভাবে মুছে যাওয়ায় সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

দু’দেশের দুই সমসাময়িক ক্রিকেটারকে সম্মানিত করতে চান ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে নতুন ট্রফির নামকরণ করেছেন তাঁরা। আর তা করতে গিয়ে পতৌদি ট্রফিকে ‘অবসর’এ পাঠিয়ে দিয়েছেন। ইসিবির এই সিদ্ধান্তকে পতৌদি পরিবারের জন্য অসম্মান হিসাবে দেখছে ক্রিকেট মহলের একাংশ।

মনসুর আলি খান পতৌদি ২১ বছর বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হয়েছিলেন। এখনও পর্যন্ত তিনিই ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তাঁর বাবা ইফতিকার আলি খান ইংল্যান্ড এবং ভারত— দু’দেশের হয়েই টেস্ট খেলেছিলেন। পতৌদি ট্রফিকে ‘অবসর’এ পাঠিয়ে দেওয়ার বিষয়টি পছন্দ হয়নি বিসিসিআই কর্তাদেরও। ইসিবিকে ভারতীয় বোর্ডের কর্তারা অনুরোধ করেছেন, ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ়ের কোনও একটি পুরস্কার অন্তত পতৌদির নামে করা হোক। সিরিজ় শুরু হওয়ার এক সপ্তাহ আগেও ইসিবি কোনও ইতিবাচক উত্তর দেয়নি। হাল ছাড়তে নারাজ বিসিসিআইও। ভারতীয় কর্তারা বার বার বিষয়টি মনে করিয়ে দিচ্ছেন ইসিবি কর্তাদের।

Advertisement

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘সিরিজ জয়ীরা কোন ট্রফি পাবে, তা ঠিক করার অধিকার ইসিবির। আমাদের তেমন কিছু করার নেই। কারণ এটা ইংল্যান্ডের হোম সিরিজ়। আমরা অনুরোধ করেছি, টেস্টের পর যে পুরস্কারগুলো দেওয়া হয়, তার কোনও একটি মনসুর আলি খান পতৌদির নামে করার।’’

আসন্ন টেস্ট সিরিজ়ে পতৌদির নামে কোনও পুরস্কার থাকবে কিনা, তা এখনও জানা যায়নি। বিসিসিআই কর্তারা আশাবাদী। সচিন, অ্যান্ডারসনকে সম্মানিত করা নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। পাশাপাশি, তাঁরা পতৌদি পরিবারের অসম্মানও চান না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement