Cricket Australia

ভারতের মতো অস্ট্রেলিয়াতেও কি ‘অবাধ্য’ ক্রিকেটার? একাধিক তারকার সঙ্গে চুক্তি করল না বোর্ড

২০২৪-২৫ মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন তালিকায়। বাদ পড়েছেন একাধিক পরিচিত ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৬:২১
Share:

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মতো কেন্দ্রীয় চুক্তি থেকে একাধিক পরিচিত মুখকে বাদ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারের নাম নতুন তালিকায় না থাকা স্বাভাবিক। তিনি ছাড়াও তালিকায় একাধিক নামের অনুপস্থিতি বিস্মিত করেছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

২০২৪-২৫ মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির যে তালিকা ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশ করেছে, তাতে ২৩ জন ক্রিকেটারের নাম রয়েছে। সেই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে নেই অলরাউন্ডার অ্যাশ্টন আগার এবং মার্কাস স্টোইনিসের নাম। কেন্দ্রীয় চুক্তি হারাচ্ছেন ওপেনার মার্কাস হ্যারিস এবং জোরে বোলার মিচেল নেসেরও।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকি ভাবে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ওয়ার্নার। কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকায় তাঁর নাম না থাকা স্বাভাবিক। ক্রিকেটপ্রেমীরা সব থেকে বিস্মিত হয়েছেন স্টোইনিসের বাদ পড়ার খবরে। ৩৪ বছরের ক্রিকেটার এখন আইপিএল খেলছেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। পিঠের চোটের জন্য নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজ়ে খেলতে পারেননি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে। বছরের শেষ দিকে রয়েছে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। সেই সিরিজ়েও স্টোইনিসকে প্রয়োজন হতে পারে অস্ট্রেলিয়ার। তবু কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকায় তাঁর নাম নেই।

Advertisement

২৩ জনের তালিকায় নতুন এসেছেন চার জন। তাঁরা হলেন জোরে বোলার জ়েভিয়ার ব্রাটলেট, নাথান এলিস, ব্যাটার ম্যাট শর্ট এবং অলরাউন্ডার অ্যারন হার্ডি। এঁদের প্রত্যেকেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে। নতুন তালিকা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘যাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং চুক্তিতে থাকার যোগ্য তাদেরই বেছে নিয়েছেন নির্বাচকেরা। অস্ট্রেলিয়ার জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।’’

ওয়ার্নার এবং স্টোইনিস বাদে অস্ট্রেলীয় ক্রিকেটে বাকি পরিচিত মুখেরা সকলেই জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকায়। বাদ পড়া ক্রিকেটারদের কারও বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অর্থাৎ শ্রেয়স আয়ার এবং ঈশান কিশনের মতো শৃঙ্খলাভঙ্গের কারণে কেউ বাদ যাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন