Faf Du Plessis World Record

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ডুপ্লেসির, ছাপিয়ে গেলেন কোহলিকে

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন ফাফ ডুপ্লেসি। অধিনায়ক হিসাবে সর্বাধিক রান করেছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৯:৫২
Share:

ফাফ ডুপ্লেসি। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান ফাফ ডুপ্লেসি। তার মধ্যে আইপিএলও রয়েছে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সর্বাধিক রান করেছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে।

Advertisement

এখন আমেরিকায় টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডুপ্লেসি। সিয়াটেল ওরকাসের বিরুদ্ধে ৫২ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার পরে রিটায়ার্ড আউট হয়ে যান। তাঁর ব্যাটে ভর করে ১৮৮ রান করে টেক্সাস। ৫১ রানে ম্যাচ জেতে তারা।

এই ইনিংসের পর ক্রিকেটের ছোট ফরম্যাটে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি রান করেছেন ডুপ্লেসি। ২০৭টা ম্যাচের মধ্যে ২০২ ইনিংসে ৬৫৭৫ রান করেছেন তিনি। তার মধ্যে আট শতরান ও ৪৫ অর্ধশতরান রয়েছে। এত দিন এই রেকর্ড ছিল কোহলির দখলে। অধিনায়ক হিসাবে ৬৫৬৪ রান করেছেন তিনি। তাঁকে ছাপিয়ে গিয়েছেন ডুপ্লেসি।

Advertisement

তালিকায় তিন নম্বরে রয়েছেন জেমস ভিন্স। অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে তাঁর মোট রান ৬৩৫৮। চার ও পাঁচ নম্বরে রয়েছেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে ধোনি ৬২৮৩ ও রোহিত ৬০৬৪ রান করেছেন।

তবে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে রানের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন কোহলি। ছোট ফরম্যাটে তাঁর রান ১৩,৫৪৩। ডুপ্লেসি সেখানে ৪২২ ম্যাচে ১১,৮৪৭ রান করেছেন।

আইপিএলে একসঙ্গে তিন বছর খেলেছেন কোহলি ও ডুপ্লেসি। কোহলি নেতৃত্ব ছাড়ার পর ডুপ্লেসিকে অধিনায়ক করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তিন বছরেও বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে পারেননি ডুপ্লেসি। গত বারের বড় নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। নিলামে তাঁকে কেনে দিল্লি ক্যাপিটালস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement