IPL 2025

বিল বোর্ড টপকে হঠাৎ খুদে ভক্তের কাছে ধোনি! রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই মন জিতলেন

গা ঘামিয়ে সাজঘরে ফেরার সময় বিল বোর্ড টপকে গ্যালারির কাছে চলে যান মহেন্দ্র সিংহ ধোনি। দেখা করেন নিজের এক বিশেষ ভক্তের সঙ্গে। খেলা শুরুর আগেই ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন মাহি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ২০:৩০
Share:

বিল বোর্ড টপকাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা শুরুর আগেই ক্রিকেটপ্রেমীদের মন জিতলেন মহেন্দ্র সিংহ ধোনি। টসের আগে মাঠে গা ঘামিয়ে সাজঘরে ফেরার সময় খুদে ভক্তের ডাকে সারা দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

Advertisement

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই-রাজস্থান ম্যাচ দেখতে এসেছিল খুদে ক্রিকেটপ্রেমী। বাবার সঙ্গে গ্যালারিতে বসেছিল সে। ধোনি গা ঘামানোর জন্য মাঠে নামতেই উত্তেজিত হয়ে পড়ে খুদে। বেশ কিছু ক্ষণ ধরে ‘ধোনি... ধোনি’ করে চিৎকার করছিল সে। যা নজর এড়ায়নি ধোনির। গা ঘামিয়ে সাজঘরে ফেরার আগে হঠাৎ মাঠের বিল বোর্ড টপকে গ্যালারির ফেন্সিংয়ের দিকে এগিয়ে যান ধোনি। পৌঁছে যান সেই খুদে ভক্তের কাছে। তার সঙ্গে কথা বলেন ৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। রাখেন নিজস্বীর আবদারও। এই ঘটনার ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ধোনি এ ভাবে ফেন্সিং টপকে খুদে ভক্তের কাছে পৌঁছে যাবেন, তা আন্দাজ করতে পারেননি কেউই। নিরাপত্তা কর্মীরা ধোনির দিকে এগিয়ে গেলেও বাধা দেননি কেউই। ধোনিকে এ ভাবে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে সেই খুদে ভক্ত এবং তার বাবা। উন্মাদনা ছড়িয়ে পড়ে গ্যালারির ওই অংশেও।

Advertisement

চোটের জন্য রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আবার ধোনির ঘাড়ে পড়েছে। যদিও আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। ফলে বাকি সব ম্যাচই চেন্নাইয়ের কাছে নিয়মরক্ষার। রাজস্থান ম্যাচের পর লিগ পর্বে চেন্নাইয়ের আর একটি ম্যাচ বাকি থাকবে। ২৫ মে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement