WPL 2025

হাড্ডাহাড্ডি ম্যাচে জয় দিল্লির, মহিলাদের প্রিমিয়ার লিগে এখনও পয়েন্টহীন দীপ্তির ওয়ারিয়র্জ়

মহিলাদের প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে দ্বিতীয় ম্যাচেও হারতে হল দীপ্তি শর্মার ইউপি ওয়ারিয়র্জ়কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৭
Share:

মেগ ল্যানিং। ছবি: ডব্লিউপিএল।

মহিলাদের প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের কাছে হারল ইউপি ওয়ারিয়র্জ়। প্রথমে ব্যাট করে ওয়ারিয়র্জ় করে ৭ উইকেটে ১৬৬। জবাবে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে নিল দিল্লি। এই নিয়ে দ্বিতীয় জয় পেল মেগ ল্যানিংয়ের দল। অন্য দিকে, প্রথম দু’টি ম্যাচেই হারতে হল ওয়ারিয়র্জ়কে।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ল্যানিং। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগিয়ে লড়াই করার মতো রান করে ওয়ারিয়র্জ়। ওপেনার কিরণ নভগিরে ২৭ বলে ৫১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। ৬টি চার এবং ৩টি ছক্কা মারেন তিনি। আর এক ওপেনার দীনেশ বৃন্দা ১৫ বলে ১৬ রান করেন। তবে অধিনায়ক দীপ্তি শর্মা (৭) এবং তাহিলা ম্যাকগ্রা (১) ব্যর্থ হওয়ায় কিছুটা চাপে পড়ে যায় ওয়ারিয়র্জ়। পাঁচ নম্বরে নেমে পরিস্থিতি সামাল দেন স্বেতা সেহরাওয়াত। তিনি ৩৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। ৪টি চার এবং ১টি ছয় মারেন স্বেতা। গ্রেস হ্যারিস (১২) রান না পেলেও ভাল খেললেন চিনেলি হেনরি। তাঁর ১৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস ওয়ারিয়র্জ়কে ভাল জায়গায় পৌঁছে দেয়। ৩টি করে চার এবং ছক্কা মারেন তিনি।

দিল্লির সফলতম বোলার অ্যানাবেল সাদারল্যান্ড ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। ১৬ রানে ১ উইকেট মিন্নু মানির। ২১ রানে ১ উইকেট জেস জোনাসেনের। অরুন্ধতী রেড্ডির ২৬ রানে ১ উইকেট।

Advertisement

জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক সময় চাপে পড়ে যায় দিল্লি। তবু ১ বল বাকি থাকতে ল্যানিংয়ের দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেয় সাদারল্যান্ড এবং মারিজ়ান কাপের মরিয়া লড়াই। সাদারল্যান্ড ৩৫ বলে ৪১ রানের এবং কাপ ১৭ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। দু’জনেই ৪টি করে চার মারেন। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করেন নেন দুই ব্যাটার। তাঁদের আগে দলকে ভাল শুরু দেন দুই ওপেনারও। শেফালি বর্মা ১৬ বলে ২৬ রান করেন। ৩টি চার এবং ১টি ছয় মারেন। ভাল ব্যাট করেন ল্যানিংও। ৪৯ বলে ৬৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন অধিনায়ক। মারেন ১২টি চার। ব্যর্থ হলেন জেমাইমা রদ্রিগেজ।

ওয়ারিয়র্জ়ের হয়ে ১১ রানে ১ উইকেট নেন হ্যারিস। ২৭ রানে ১ উইকেট দীপ্তির। ৩১ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement