Ranji Trophy 2024-25

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পেলেন না বিরাট, রেলওয়েজ়কে হারিয়ে রঞ্জি অভিযান শেষ দিল্লির

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি দিল্লি। ব্যাট করা হল না বিরাট কোহলিরও। প্রথম ইনিংসে ১৫ বল খেলে ৬ রান করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ফিরে একটাই ইনিংস খেলার সুযোগ পেলেন কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রেলওয়েজ়ের বিরুদ্ধে ইনিংস এবং ১৯ রানে জিতল দিল্লি। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি তারা। ব্যাট করা হল না বিরাট কোহলিরও। প্রথম ইনিংসে ১৫ বল খেলে ৬ রান করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ফিরে একটাই ইনিংস খেলার সুযোগ পেলেন কোহলি।

Advertisement

দিল্লি শনিবার ম্যাচ জিতলেও রঞ্জি ট্রফির নক আউটে উঠতে পারল না। রেলওয়েজ় প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান করে। জবাবে দিল্লি তোলে ৩৭৪ রান। যদিও কোহলি রান করতে পারেননি। ১৩ বছর পরে রঞ্জি খেলতে নেমেও রান পাননি কোহলি। মাত্র ১৫ বল খেলেন তিনি। মারেন একটি চার। ৬ রান করে হিমাংশু সাঙ্গোয়ানের বলে ছিটকে যায় কোহলির অফস্টাম্প। বোঝা যাচ্ছে, তাঁর অফস্টাম্পের দুর্বলতা এখনও কমেনি। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ক্রিকেটেও সেই সমস্যা প্রকাশ্যে। শেষ বার যখন কোহলি ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন তখন দুই ইনিংসে ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। এ বার ফিরে দুই অঙ্কেই পৌঁছতে পারেননি তিনি।

কোহলি রান না পেলেও অধিনায়ক আয়ুষ বদোনী রান করেছেন। সুমিত মাধুরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দ্রুত রান করছিলেন বদোনী। একের পর এক বড় শট খেলছিলেন। দেখে মনে হচ্ছিল, সহজেই শতরান করবেন। কিন্তু ৭৭ বলে ৯৯ রান করে রেলওয়েজ়ের অধিনায়ক কর্ণ শর্মার বলে আউট হন বদোনী। দিল্লি তোলে ৩৭৪ রান। রেলের থেকে ১৩৩ রানে এগিয়ে ছিল তারা। ব্যাট করতে নেমে রেলওয়েজ় শেষ হয়ে যায় ১১৪ রানে। ইনিংস এবং ১৯ রানে ম্যাচ জিতে নেয় দিল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement