(বাঁ দিকে) অভিমন্যু ঈশ্বরণ। ধ্রুব জুরেল (ডান দিকে)। — ফাইল চিত্র।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলীপ ট্রফির প্লে-অফ রাউন্ড। সেই ম্যাচে খেলতে পারছেন না মধ্যাঞ্চলের অধিনায়ক ধ্রুব জুরেল এবং পূর্বাঞ্চলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দুই ক্রিকেটার দু’টি আলাদা কারণে খেলতে পারছেন না বলেই জানা গিয়েছে। দু’জনেই ১০০ শতাংশ ফিট নন। তাই এই ম্যাচে নামানো হয়নি।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ম্যাচের আগে জুরেলের কুঁচকিতে চোট লাগে। তাঁকে নির্বাচকেরা এই ম্যাচে খেলতে বারণ করেন। জুরেল এশিয়া কাপের স্ট্যান্ডবাই দলে রয়েছেন। তাই নির্বাচকেরা ঝুঁকি নিতে চাননি বলেই বিশ্রাম দেওয়া হয়েছে। ওই নির্বাচক ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বলেছেন, “এশিয়া কাপের পরেই ভারত ঘরের মাঠে চারটে টেস্ট খেলবে। চোটের কারণে ঋষভ পন্থ অনিশ্চিত। তাই জুরেলকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না।”
গোটা ইংল্যান্ড সফরে বেঞ্চেই গা গরম করেছেন অভিমন্যু। ঈশান কিশন ছিটকে যাওয়ায় পূর্বাঞ্চলের অধিনায়ক করা হয়েছিল তাঁকে। ম্যাচের দিন সকালে ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন তিনি। ফলে দলীপেও খেলা হচ্ছে না বাংলার ক্রিকেটারের। দলীপে রান পেলে টেস্ট দলের প্রথম একাদশে ঢোকার দাবি আরও জোরালো করতে পারতেন অভিমন্যু। কিন্তু ভাগ্য এ বারও তাঁকে সঙ্গ দিল না।
বহু বার ভারতীয় দলের সদস্য হলেও এখনও টেস্টে অভিষেক হয়নি অভিমন্যুর। তাঁকে টপকে অনেক ক্রিকেটার সাদা জার্সি গায়ে চাপিয়ে ফেলেছেন। বাংলার ক্রিকেটারের শিকে ছেঁড়েননি। ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করেও উপেক্ষিত থেকে গিয়েছেন তিনি।
জুরেলের অনুপস্থিতিতে মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন মধ্যপ্রদেশের রজত পাটীদার। তাঁর অধিনায়কত্বে গত বার বেঙ্গালুরু আইপিএল জিতেছে। অন্য দিকে, পূর্বাঞ্চলের নেতৃত্ব দেওয়ার ভার দেওয়া হয়েছে অসমের রিয়ান পরাগকে। তিনিও গত আইপিএলে অনেক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।