ICC Women's ODI World Cup Final 2025

ঐতিহাসিক সাফল্যের উদ্‌যাপন, বিশ্বজয়ী রিচা-দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল

প্রথম বার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারত। ১৫ জনের দলে ছিলেন বাংলার রিচা ঘোষ এবং বাংলার হয়ে খেলা দীপ্তি শর্মা। তাঁদের সম্মানিত করতে চান ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ২৩:০৬
Share:

(বাঁ দিকে) রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

মহিলাদের এক দিনের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে দু’জনের অবদানের কথা মাথায় রেখেই তাঁদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত।

Advertisement

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তাঁদের অসাধারণ পারফরম্যান্স ও দেশকে গর্বিত করার জন্য। ক্লাবের পক্ষ থেকে সভাপতি এমএল লোহিয়া দুই ক্রিকেটারকেই আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। ক্লাবের সদস্য ও দেশ-বিদেশের কোটি কোটি ক্লাব সমর্থকের পক্ষ থেকে তাঁদের এই ঐতিহাসিক সাফল্যের জন্যে অভিনন্দন জানানো হয়েছে।” বাংলা তথা ভারতের সম্মান বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি স্বরূপ দুই ক্রিকেটারকে খুব তাড়াতাড়ি তাঁদের সুবিধাজনক সময়ে সংবর্ধনা দিতে চান ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার রিচা বাংলার ক্রিকেটার। শিলিগুড়ির মেয়ে। আর অলরাউন্ডার দীপ্তি আদতে উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা হলেও বেশ কয়েক বছর বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তাই কলকাতা ময়দানের সঙ্গে তাঁর যোগাযোগ অত্যন্ত ঘনিষ্ঠ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement