Chris Woakes

কাঁধের হাড় সরে গিয়েছে ওকসের, অ্যাশেজ় সিরিজ়েও অনিশ্চিত ইংল্যান্ডের অলরাউন্ডার

ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় চোট পান ক্রিস ওকস। আর মাঠে নামতে পারেননি ইংল্যান্ডের অলরাউন্ডার। তাঁকে সম্ভবত অ্যাশেজ় সিরিজ়েও পাবেন না বেন স্টোকসেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৯:৪৩
Share:

ক্রিস ওকস। —ফাইল চিত্র।

চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওভাল টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ক্রিস ওকস। ইংল্যান্ডের অলরাউন্ডার ম্যাচের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান। বল, ব্যাট কিছুই করতে পারছেন না। ওকসকে সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ় সিরিজ়েও পাবে না ইংল্যান্ড।

Advertisement

ওকসের চোট গুরুতর বলে জানা গিয়েছে। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। অস্ত্রোপচার করাতে হতে পারে। অস্ত্রোপচারের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি চিকিৎসকেরা। তাঁর মাঠে ফিরতে কত দিন সময় লাগবে, তা এখনই বলতে পারছেন না চিকিৎসকেরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাঠে ফিরতে ১২ থেকে ১৪ সপ্তাহ মতো সময় লাগতে পারে তাঁর। অ্যাশেজ় সিরিজ়ের মধ্যে ওকসের পক্ষে টেস্ট খেলার মতো ফিটনেস ফিরে পাওয়া সম্ভব হবে না বলেই মনে করছেন তাঁরা। হয়তো টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবেন সে সময়। ফলে তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পরিকল্পনা করতে হবে ব্রেন্ডন ম্যাকালামদের।

ওকস খেলতে না পারলেও বেন স্টোকসদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। অ্যাশেজ়ে তাঁরা পাবেন জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসনের মতো জোরে বোলারকে। চোট সারিয়ে ফিরে এসেছেন দু’জনেই। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে ভাল পারফর্মও করেছেন। যদিও ছোট একটা চোটের জন্য ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে পারছেন না আর্চার। এ ছাড়াও চোট সারিয়ে মাঠে ফেরার জন্য তৈরি মার্ক উড।

Advertisement

এ বারের অ্যাশেজ় সিরিজ় হবে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী ২১ নভেম্বর থেকে পার্‌থে শুরু হবে দু’দেশের প্রথম টেস্ট। সিরিজ় শেষ হবে ২০২৬ সালের ৮ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement