Yash Dayal

বিয়ের প্রতিশ্রুতিভঙ্গ, একইসঙ্গে যৌন নির্যাতন, আইপিএল জয়ী দয়ালের বিরুদ্ধে মামলা, গ্রেফতার হবেন কোহলির সতীর্থ?

আরও চাপে পড়লেন যশ দয়াল। আরসিবি-র বোলারের বিরুদ্ধে মামলা করেছে গাজিয়াবাদের পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় অভিযুক্ত দয়াল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতারও হতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১১:২২
Share:

যশ দয়াল। ছবি: সমাজমাধ্যম।

আরও চাপে পড়লেন যশ দয়াল। আরসিবি-র বোলারের বিরুদ্ধে মামলা করেছে গাজিয়াবাদের পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় অভিযুক্ত দয়াল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতারও হতে পারেন। এই সাজা অনুযায়ী সর্বোচ্চ দশ বছর জেলে কাটাতে হতে পারে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দয়ালের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক তরুণী। তার ভিত্তিতেই মামলা করেছে পুলিশ।

Advertisement

গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, দ্রুত আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান নথিভুক্ত করাবেন ওই তরুণী। তার পরে শারীরিক পরীক্ষাও করা হবে। সূত্রের দাবি, দয়ালের বিরুদ্ধে বৈদ্যুতিন প্রমাণও জমা দিয়েছেন তরুণী। পুলিশ সেগুলি পরীক্ষা করে দেখছে। যত ক্ষণ না ওই তরুণী ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিচ্ছেন তত ক্ষণ দয়ালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

গত ২৮ জুন তরুণীর অভিযোগ প্রকাশ্যে আসে। অনলাইনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করেন তিনি। এর পরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

এফআইআরে ওই তরুণী জানান, দয়ালের সঙ্গে পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। সেই সময় তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর থেকে টাকাও নিয়েছেন দয়াল। অতীতে আরও অনেক মহিলার সঙ্গে একই কাজ করেছেন বলে অভিযোগ তোলেন। সমস্ত চ্যাট, তার স্ক্রিনশট, ভিডিয়ো কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন ওই তরুণী।

নির্যাতিতার অভিযোগ ছিল, দয়াল তাঁর পরিবারের সঙ্গে ওই তরুণীর পরিচয় করিয়ে দিয়েছিলেন। স্বামীর মতোই ব্যবহার করতেন। এতে দয়ালকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেন ওই তরুণী। ভুল বুঝতে পেরে প্রতিবাদ করায় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। আর্থিক ভাবেও তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়।

গত ১৪ জুন মহিলাদের হেল্পলাইনে ফোন করে সাহায্য চান তরুণী। তাতে লাভ না হওয়ায় অনলাইনে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ তোলেন। দয়ালের বিরুদ্ধে সঠিক ভাবে তদন্ত করে আইনি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেয় যোগী সরকার।

পরে ওই তরুণীর আরও একটি অভিযোগ প্রকাশ্যে আসে। তরুণী জানিয়েছিলেন, ২০২০ সালে দয়ালের সঙ্গে সমাজমাধ্যমে আলাপ তাঁর। দয়ালের বাড়িতে তিনি অনেক বার থেকেছেন বলেও দাবি করেন। ২০২২ সালের আইপিএল ফাইনালও তিনি দেখতে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ, তিনি ছাড়া আরও তিন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল দয়ালের। তাঁদেরও একই ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বিরাট কোহলিদের দলের ক্রিকেটার। তিনি অভিযোগ করায় অন্য তিন জন তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করেছেন তরুণী। তাঁদের ফোন ব্যবহার করে দয়াল অনেক জিনিস কিনেছেন। সেই সব অভিযোগ তিনি জমা দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement