IS Bindra Death

ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা

১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পঞ্জাব ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বিন্দ্রা। পঞ্জাব ক্রিকেটের উন্নতির নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর সময়েই মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছিল। ২০১৫ সালে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আইএস বিন্দ্রা স্টেডিয়াম রাখা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০১:৪৮
Share:

প্রয়াত আইএস বিন্দ্রা। ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিংহ বিন্দ্রা ওরফে আইএস বিন্দ্রা প্রয়াত। রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বিন্দ্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বিন্দ্রার মৃত্যুসংবাদ জানিয়েছেন আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ।

Advertisement

জয় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ আইএস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আশা করছি, ওঁর দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম হাঁটবে।”

১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পঞ্জাব ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বিন্দ্রা। পঞ্জাব ক্রিকেটের উন্নতির নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর সময়েই মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছিল। ২০১৫ সালে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আইএস বিন্দ্রা স্টেডিয়াম রাখা হয়।

Advertisement

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বিন্দ্রা। ঘরোয়া ক্রিকেটের উন্নতি এবং বিশ্বক্রিকেটে ভারতের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল তাঁর।

১৯৮৭ সালে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বিসিসিআইয়ের আর এক প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিন্দ্রা। ভারতীয় ক্রিকেটের বিপণন ও বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব বাড়াতে বিন্দ্রার ভূমিকা উল্লেখযোগ্য। ক্রিকেট প্রশাসনের এক কিংবদন্তির প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement