শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।
১৯ বছর আগে শিখর ধাওয়ানের উপর রেগে গিয়েছিলেন রোহিত শর্মা। হোটেলের ঘরে বান্ধবীকে নিয়ে ঢুকেছিলেন ধাওয়ান। যা মানতে পারেননি রোহিত। ২০০৬ সালের সেই ঘটনার কথা আত্মজীবনীতে লিখেছেন ধাওয়ান।
২০০৬ সালে ভারত এ দলের হয়ে খেলতে গিয়েছিলেন ধাওয়ান, রোহিতেরা। প্রতিযোগিতার শুরুতেই রান পেয়েছিলেন বাঁহাতি ওপেনার। ধাওয়ান লিখেছেন, “অনুশীলন ম্যাচে অর্ধশতরান করেছিলাম। খুব ভাল চলছিল সফরটা। প্রতিটা ম্যাচের পর আমি যাচ্ছিলাম এলেনের (নাম পরিবর্তিত) সঙ্গে দেখা করতে। ওকে নিয়ে হোটেলের ঘরেও যাচ্ছিলাম। ওই সফরে রোহিতের সঙ্গে ঘর ভাগ করে থাকছিলাম আমি। ও বার বার আমার কাছে অভিযোগ করত। বলত, ‘তুমি কি আমাকে ঘুমাতে দেবে না?’”
ধাওয়ান তাঁর সেই বান্ধবী সম্পর্কে লিখেছেন, “ও খুব সুন্দরী ছিল। আমি প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল, ও আমারই, ভেবেছিলাম বিয়ে করব।” তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল। ধাওয়ান লিখেছেন, “এক দিন আমি এলেনকে নিয়ে খেতে গিয়েছিলাম। গোটা দলের মধ্যে সেটা জানাজানি হয়ে গিয়েছিল। একজন নির্বাচক আমাদের ধরে ফেলেছিলেন। হোটেলের লবিতে আমি আর এলেন হাত ধরে হাঁটছিলাম। সেই সময় ওই নির্বাচক আমাদের দেখে ফেলেন। কিন্তু আমি এলেনের হাত ছাড়িনি। আমি জানতাম কোনও অন্যায় করছি না। তাই হাত ছাড়ার কোনও প্রশ্নই ছিল না। ওই সফরে ধারাবাহিক ভাবে ভাল খেললে ভারতের সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমি ধারাবাহিকতা দেখাতে পারিনি।”
পরবর্তী সময়ে যদিও ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন ধাওয়ান। দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি এক দিনের ম্যাচ এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। দলকে নেতৃত্বও দিয়েছিলেন বেশ কিছু ম্যাচে।