ED Summoned Yuvraj Singh and Robin Uthappa

সমস্যায় যুবরাজ, উথাপ্পা! আর্থিক তছরুপের অভিযোগে ইডির তলব ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে, কবে হাজিরার নির্দেশ

এর আগে সুরেশ রায়না ও শিখর ধওয়ানকে জেরা করেছে ইডি। এ বার আরও দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯
Share:

(বাঁ দিকে) যুবরাজ সিংহ ও রবিন উথাপ্পা (ডান দিকে)। —ফাইল চিত্র।

অবৈধ বেটিং অ্যাপে আর্থিক তছরুপের অভিযোগে যুবরাজ সিংহ ও রবিন উথাপ্পাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে সুরেশ রায়না ও শিখর ধওয়ানকে জেরা করেছে তারা। এ বার আরও দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

মঙ্গলবার ইডি আধিকারিকেরা জানিয়েছেন, সমন করা হয়েছে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে। উথাপ্পাকে আগামী ২২ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যুবরাজকে হাজিরা দিতে বলা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

একটি অবৈধ বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রায়নাকে গত ১৩ অগস্ট হাজিরা দিতে বলা হয়েছিল। হাজিরা দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। গত ৪ সেপ্টেম্বর তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ধওয়ান। সকাল ১১টার সময় ইডি দফতরে পৌঁছোন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। সেখান থেকে সন্ধে ৭টার সময় বেরিয়ে যান ধওয়ান। তাঁকে আট ঘণ্টা ধরে জেরা করা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ধওয়ানের বয়ান নথিবদ্ধ করেছেন ইডির তদন্তকারীরা। অভিযুক্ত সংস্থার সঙ্গে ধওয়ানের আর্থিক লেনদেনের নথিও খতিয়ে দেখা হয়েছে। ৩৯ বছরের ক্রিকেটার অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। এ বার যুবরাজ ও উথাপ্পার পালা।

Advertisement

একই অভিযোগে ইডি তলব করেছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে। সোমবার ইডি দফতরে হাজিরা দেন মিমি। বেশ কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। মঙ্গলবার হাজিরা দিয়েছেন অঙ্কুশ। বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত কয়েক মাস ধরে অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করছে ইডি। এই সব অ্যাপের প্রচারে যুক্ত থাকায় একের পর এক খ্যাতনামীকে তলব করছে তারা। জুলাই মাসে গুগল ও মেটার প্রতিনিধিকেও ডেকে পাঠিয়েছিল ইডি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement