Glenn Maxwell

নিলামে দল পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন ম্যাক্সওয়েল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ০৭:৩০
Share:

গ্লেন ম্যাক্সওয়েল। ফাইল চিত্র।

এ বারের আইপিএল নিলামের আগে যথেষ্ট উদ্বেগে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বুঝতেই পারছিলেন না যে, নিলামে আদৌ তাঁকে কোনও দল নেবে কি না।

Advertisement

২০২০-তে বিশ্রী ফলের প্রেক্ষিতে তাঁকে ছেড়ে দিয়েছিল পঞ্জাব কিংস। সে মরসুমে খুব খারাপ পারফরম্যান্সের পরেও তাঁকে ২০২১ সালের নিলামে বিস্ময়কর ভাবে কিনে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাও ১৪.২৫ কোটি টাকায়। ম্যাক্সওয়েল কিন্তু তাঁর নতুন দলকে হতাশও করেননি। সে বার তাঁর মোট রান ছিল ৫০১। তিনিই ছিলেন প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

আরসিবির পডকাস্টে যা নিয়ে অস্ট্রেলীয় অলরাউন্ডার বলেছেন, ‘‘মহানিলামে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারেন না। বিশেষ করে, আগের বারের দলের ক’জনকে রাখা হবে তা বোঝা যায় না। আমি চিন্তায় ছিলাম, আদৌ রাখা হবে কি না। তাই ফোনে যখন জানলাম যে, আমাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি, তখন আনন্দে উদ্বেল হয়ে উঠেছিলাম।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন