Hardik Pandya

মুরলি কার্তিকের সঙ্গে আঙুল তুলে কথা হার্দিকের! শুক্রবার ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের আগে কী ঘটেছিল?

ম্যাচ শুরুর আগে হার্দিক যখন মাঠে ঢুকছিলেন, তখন প্রথমে কার্তিক তাঁকে অভিবাদন জানান। দু’জনে হাতও মেলান। তখনও কিছু বোঝা যায়নি। কিন্তু পরক্ষণেই দেখা যায়, হার্দিক ক্ষুব্ধ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১১:৪৫
Share:

হার্দিক পাণ্ড্য এবং মুরলি কার্তিকের কথা। ছবি: এক্স।

মাঠের মধ্যেই কথাকাটাকাটিতে জড়িয়ে পড়লেন হার্দিক পাণ্ড্য এবং মুরলি কার্তিক? দু’জনের কথাবার্তার এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা থেকে বোঝা যাচ্ছে, কোনও একটা বিষয় নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। ঘটনাটি শুক্রবার ভারত ও নিউ জ়িল্যান্ডের মধ্যে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে।

Advertisement

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ম্যাচ শুরুর আগে হার্দিক যখন মাঠে ঢুকছিলেন, তখন প্রথমে কার্তিক তাঁকে অভিবাদন জানান। দু’জনে হাতও মেলান। তখনও কিছু বোঝা যায়নি। কিন্তু পরক্ষণেই দেখা যায়, হার্দিক কোনও একটি বিষয় নিয়ে অসন্তুষ্ট। তিনি পিছনে হাঁটতে হাঁটতে কার্তিককে কিছু বলেন। কার্তিক হাত নাড়িয়ে ‘না না’ বলে কিছু বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তার পরেও হার্দিক তাঁর সঙ্গে কথা চালিয়ে যান। তখন তাঁর আঙুল উঁচিয়ে কথা বলার ভঙ্গিমা দেখে মনে হয়েছে, তাঁর মেজাজ আরও গরম। তবে দু’জনের মধ্যে ঠিক কী নিয়ে তর্ক হচ্ছিল, তা জানা যায়নি।

হার্দিকের পারফরম্যান্স

Advertisement

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার্দিক ব্যাট করার সুযোগ পাননি। ৩ ওভার বল করে ২৫ রান দিয়ে ১টি উইকেট নেন। নিউজিল্যান্ড যেখানে ২০ ওভারে ২০৮ রানের বিশাল স্কোর গড়েছিল, সেখানে এই পরিসংখ্যান বেশ ভাল। প্রথম টি-টোয়েন্টিতে হার্দিক ১৬ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন।

ভারতের জয়ের ধারা অব্যাহত

ভারত ২০৯ রানের লক্ষ্যে মাত্র ১৬ ওভারেই পৌঁছে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এই জয়ের নেপথ্যে ছিলেন ঈশান কিষণ এবং সূর্যকুমার যাদব। ঈশান ৩২ বলে ৭৬ এবং সূর্য ৩৭ বলে অপরাজিত ৮২ রান করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement