শতরানের পর যশস্বীর উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভাল খেলেছেন যশস্বী জয়সওয়াল। দিনের শেষে ১৭৩ রানে অপরাজিত রয়েছেন তিনি। কী ভাবে তিনি বড় রানে পৌঁছেছেন তার রহস্য ফাঁস করেছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। এ দিকে, শতরান হাতছাড়া করলেও সাই সুদর্শন খুশি খোলামনে খেলতে পেরে।
সাংবাদিক বৈঠকে কোটাক জানিয়েছেন, যে ভাবে দৃঢ় মানসিকতা গোটা ইনিংসে যশস্বী দেখিয়েছেন তা প্রশংসনীয়। তিনি প্রতিজ্ঞা করেই নেমেছিলেন, কোনও খারাপ শট খেলবেন না। সেটাই করেছেন।
কোটাকের কথায়, “আমার মতে, যশস্বীর মানসিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বল ব্যাটে ভালই আসছিল। দ্রুত গতিতে শতরানও করেছে। তবে ৬০-৬৫ ওভারের পর বল ভাল ভাবে ব্যাটে আসছিল না। তাই যশস্বী যথেষ্ট সময় নিয়েছে। একটাও খারাপ শট খেলেনি। চা-বিরতির সময় আমায় বলেছিল সেটা। এতেই বোঝা যায় আগের ম্যাচে বড় ইনিংস খেলতে না-পারায় ওর কতটা খারাপ লেগেছে। এই ইনিংসে ওর দৃষ্টিভঙ্গি খুবই ভাল লেগেছে আমার।”
এমনিতে যশস্বী দ্রুতগতিতে খেলতেই পছন্দ করেন। তবে পিচের চরিত্র অনুযায়ী তিনি মানিয়েও নিতে পারেন বলে জানিয়েছেন কোটাক। তাঁর কথায়, “যশস্বী আগ্রাসী ব্যাটার। দ্রুত গতিতে রান করতে ভালবাসে। তবে পিচ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে। আজ ও বুঝেছিল এই উইকেটে গতি এবং বাউন্স দুটোই ভাল আছে। সেখানেই ওর চারিত্রিক দৃঢ়তা বোঝা গিয়েছে। আগ্রাসী না হয়েও ১৭৩ রান করে ফেলেছে। এতেই বোঝা যাচ্ছে ও কতটা ভাল ব্যাট করেছে। ওর মতো বড় ক্রিকেটার এ ধরনের পরিস্থিতি এ ভাবেই পিচ, পরিবেশ, বিপক্ষের বোলার দেখে ব্যাট করে।”
প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর সুদর্শনকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কেউ কেউ তাঁকে বাদ দিয়ে অন্য ব্যাটারকে খেলানোর কথাও বলেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে শতরানের কাছাকাছি পৌঁছে সুদর্শন বুঝিয়ে দিয়েছেন, এখনই তাঁকে নিয়ে হাল ছাড়া যাবে না।
সুদর্শনের কথায়, “আজ আমি রানের কথা ভাবছিলামই না। অনেক খোলামনে খেলতে পেরেছি। নিজেকে মেলে ধরতে পেরেছি। সময় নিয়েছি। যে ভাবে চেয়েছি সে ভাবেই খেলতে পেরেছি। যে ইনিংস খেলেছি তার জন্য কৃতজ্ঞ। তবে আরও বেশি রান করার ব্যাপারটা সব সময়েই তাড়া করে। আরও রান করতে চাই ভবিষ্যতে।”
উল্টো দিকে থাকা যশস্বীও তাঁর কাজ সহজ করে দিয়েছেন বলে জানিয়েছেন সুদর্শন। তাঁর কথায়, “অসাধারণ লেগেছে ওকে ব্যাট করতে দেখে। দারুণ সব শট খেলেছে। ভাল বলেও চার মেরেছে। আমাকে বুঝিয়ে দিচ্ছিল ঠিক কোন শট খেললে সাফল্য পাওয়া সম্ভব। ওর সঙ্গে কোনও লড়াই নেই। তবে ওর থেখে আজ শিখেছি কী ভাবে কোন বলে শট খেলতে হয়।”