icc world cup

Women’s World Cup: হাড্ডাহাড্ডি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গেলেন পাকিস্তানের মহিলারা

শুরুতেই দু’উইকেট হারায় পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে স্লথ হয়ে যায় রান তোলার গতি। শেষ পর্যন্ত সেটাই ম্যাচ ছিনিয়ে নিল বিসমাদের থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ২০:২০
Share:

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: আইসিসি

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও জয় অধরা পাকিস্তানের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ছয় রানে হারল পাকিস্তানের মহিলা দল। এই ম্যাচে লড়াই অবশ্য হল বেশ হাড্ডাহাড্ডি। ফয়শালা হল এক দম শেষ ওভারে।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বিসমা মারুফ। ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২২৩ রান করে প্রোটিয়ারা। শুরুতে ২১ রানে দু’উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। যদিও ওপেনার লরা উলভার্ড করেন ৯১ বলে ৭৫। ১০টি চার মারেন তিনি। চার নম্বরে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সান লুস করেন ৬২ রান। শেষের দিকে দুই অলরাউন্ডার ক্লো ট্রায়ন এবং তৃষা চেত্তি দু’জনেই ৩১ রান করেন। তৃষা মাত্র ২৬ বলের ঝোড়ে ইনিংস খেলেন। পাকিস্তানের সফলতম বোলার ফতিমা সানা। তিনি ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। স্পিনার গুলাম ফতিমাও ৫২ রানে তিন উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে পাকিস্তানও। মাত্র ২৬ রানে দু’উইকেট হারায় তারা। তিন নম্বরে নেমে খাতাই খুলতে পারেননি অধিনায়ক বিসমা। ওপেনার নাহিদা খান (৪০) এবং চার নম্বরে নামা ওমাইমা সোহেল (৬৫) দলের ইনিংসের হাল ধরেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা নিদা দারও ৭২ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

Advertisement

এক সময় পাকিস্তানের রান ছিল ৬ উইকেটে ১৯৩। কিন্তু রান তোলার গতি বাড়াতে পারেননি পাক ব্যাটাররা। ফলে শেষ দিকে অনেক বেড়ে যায় ওভার প্রতি রানের লক্ষ্য। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ২১৭ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার শাবনিম ইসমাইল ৪১ রানে তিন উইকেট নিয়েছেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। পাক ইনিংসের সপ্তম ওভারের প্রথম দুই বলে পর পর দু’উইকেট তুলে নিয়ে তিনিই পাকিস্তানকে প্রাথমিক ধাক্কা দেন। পরিস্থিতি সামাল দিতে স্লথ হয়ে যাওয়া রান তোলার গতিই শেষ পর্যন্ত ম্যাচ ছিনিয়ে নিল পাকিস্তানের থেকে।

এই নিয়ে মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ হারল পাকিস্তান। এর আগে ভারত এবং অস্ট্রেলিয়ার কাছেও হারেন বিসমারা। এর ফলে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে পাকিস্তান। তাদের শেষ চারে যাওয়ার আশা বেশ ক্ষীণ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন