India vs England

রোহিত, বাটলারেরা কেন সবুজ বাহুবন্ধ পরে মাঠে নামলেন? কী বার্তা দিলেন দু’দলের ক্রিকেটারেরা?

মাঝেমাঝে কালো বাহুবন্ধ পরে খেলেন ক্রিকেটারেরা। শোকপ্রকাশের উদ্দেশ্যে কালো বাহুবন্ধ ব্যবহার করা হয়। তৃতীয় এক দিনের ম্যাচে রোহিত শর্মা, জস বাটলারেরা নামলেন সবুজ বাহুবন্ধ পরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৪
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং জস বাটলারের ( ডান দিকে) জার্সিতে সবুজ বাহুবন্ধ। ছবি: এক্স (টুইটার)।

ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা তৃতীয় এক দিনের ম্যাচ খেলছেন সবুজ বাহুবন্ধ পরে। রোহিত শর্মা, জস বাটলারদের পরা সবুজ বাহুবন্ধের বিশেষ তাৎপর্য রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি উদ্যোগে শামিল হয়েছেন দু’দেশের ক্রিকেটারেরা।

Advertisement

অহমদাবাদে টস করার সময়ই দু’দলের অধিনায়কের সবুজ বাহুবন্ধ নজরে পড়েছে। তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অনেক ম্যাচে ক্রিকেটারেরা খেলতে নামেন কালো বাহুবন্ধ পরে। কোনও ক্রিকেটার বা বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে শোকপ্রকাশের প্রতীক হিসাবে কালো বাহুবন্ধ ব্যবহার করা হয়। বুধবারের সবুজ বাহুবন্ধেরও আলাদা অর্থ রয়েছে। রোহিত, বাটলারের এই বাহুবন্ধ পরেছেন সচেতনতার উদ্দেশ্যে। অঙ্গদানের ব্যাপারে ক্রিকেটপ্রেমীদের সচেতন এবং উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে আইসিসি। ‘ডোনেট অর্গ্যান্স, সেভ লাইভস’ কর্মসূচির প্রচারের জন্য ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা সবুজ বাহুবন্ধ পরে মাঠে নেমেছেন তৃতীয় এক দিনের ম্যাচে। ম্যাচের আম্পায়ারেরাও সবুজ বাহুবন্ধ পরেছেন।

দু’দিন আগে বিসিসিআইয়ের পক্ষে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। তাতে সাধারণ মানুষকে অঙ্গদানের বার্তা দেন বিরাট কোহলি। বার্তা দিয়েছিলেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক শুভমন গিলও। বিসিসিআইয়ের বার্তা, এক জনের অঙ্গে প্রাণ ফিরে পেতে পারেন আট জন। তাই এই মহৎ উদ্যোগে সকলের এগিয়ে আসা উচিত। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর নিজে অঙ্গদানের অঙ্গীকার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement