Rohit Sharma and Ritika Sajdeh

জন্মের ১৫ দিন পর প্রকাশ্যে রোহিত-রীতিকার পুত্রের নাম, জানালেন ভারত অধিনায়কের স্ত্রী নিজেই

রোহিত-রীতিকা ছেলের কী নাম রাখেন, তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। সেই কৌতূহলের অবসান ঘটালেন রোহিতের স্ত্রী নিজেই। সমাজমাধ্যমে জানিয়েছেন ছেলের নাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং রীতিকা সাজদে (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

প্রকাশ্যে এল রোহিত শর্মা এবং রীতিকা সাজদের পুত্রের নাম। সমাজমাধ্যমে ছেলের নাম জানিয়েছেন রীতিকা। রোহিত বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন। গত ১৫ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ায় রীতিকা রয়েছেন ভারতেই।

Advertisement

রোহিত-রীতিকা ছেলের কী নাম রাখেন, তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। ডিসেম্বরের প্রথম দিনই সেই কৌতূহলের অবসান ঘটালেন রোহিতের স্ত্রী নিজেই। ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়কের ছেলের নাম রাখা হয়েছে ‘অহান’। বড়দিন উপলক্ষে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন রীতিকা। তাতে চারটি পুতুলের ছবি দিয়েছেন তিনি। একটি পুতুলের টুপিতে নিজের, একটিতে রোহিতের, একটিতে মেয়ে সামাইরার নাম লিখেছেন। আর একটি ছোট পুতুলের টুপিতে লিখেছেন ‘অহান’। পরিবারের চার জনের ছবি দিয়েছেন তিনি। ‘অহান’ নামের অর্থ ভোর বা সূর্যোদয়। ছেলের জন্মের ১৫ দিন পর তার নাম প্রকাশ্যে আনলেন রীতিকা।

২০১৫ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ৯ বছর পর দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। দ্বিতীয় বার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। পরে জানা যায়, রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দল ০-৩ হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় বার বাবা হওয়ার পরই আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন।

Advertisement

দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। ছেলের জন্মের পর পার্‌থে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে তিনিই নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলকে। তাঁর অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement