Gautam Gambhir and Rohit Sharma

ইংল্যান্ড সিরিজ়‌েই রোহিতের উত্তরসূরি বেছে ফেলতে চান গম্ভীর, অধিনায়কের দৌড়ে তরুণ ক্রিকেটার

খারাপ ফর্মের কারণে ইংল্যান্ড সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দিতে রাজি ছিলেন না রোহিত শর্মা। খেলতেও চাননি। তবে ওই সিরিজ় থেকেই রোহিতের উত্তরসূরি বেছে নেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। কোচ গৌতম গম্ভীর চাইছেন একজন তরুণ ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৯:৫২
Share:

গৌতম গম্ভীর (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

খারাপ ফর্মের কারণে ইংল্যান্ড সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দিতে রাজি ছিলেন না রোহিত শর্মা। খেলতেও চাননি। তাঁর সেই দাবি না মানা হলেও, ইংল্যান্ড সিরিজ় থেকেই রোহিতের উত্তরসূরি বেছে নেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। কোচ গৌতম গম্ভীর চাইছেন, রোহিতের বদলে একজন তরুণ ক্রিকেটার।

Advertisement

শোনা যাচ্ছে, শুভমন গিল পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন। টক্কর হতে পারে ঋষভ পন্থের সঙ্গেও। ইংল্যান্ড সিরিজ়‌ে জসপ্রীত বুমরাহকে যে সহ-অধিনায়ক করা হবে না, তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। যিনি সেই দায়িত্ব পাবেন, তিনি আগামী দিনের অধিনায়ক বলে মনে করা হচ্ছে।

এক ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, “নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হচ্ছে। দল তৈরির আগে ভবিষ্যৎ এবং ধারাবাহিকতার কথা মাথায় রাখা হবে। কোচ গম্ভীর এমন ক্রিকেটারদের চান যারা লম্বা সময় ধরে খেলতে পারে। এত গুরুত্বপূর্ণ সিরিজ়‌ে দুমদাম করে কোনও সিদ্ধান্ত হয়তো নেওয়া হবে না। আগের দুটো সিরিজ়‌ ভারতের কাছে ভাল যায়নি। তাই ইংল্যান্ড সিরিজ়‌ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।”

Advertisement

তবে শুভমনকে নিয়ে একটাই সমস্যা। টেস্টে ইদানীং সে ভাবে ধারাবাহিক নন। চেতেশ্বর পুজারার জায়গায় নিয়মিত তিন নম্বরে নামেন বটে, তবে নিউ জ়‌িল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ়ে উল্লেখযোগ্য রান করতে পারেননি।

টেস্টে ১৮৯৩ রানের মধ্যে মাত্র ৬৪৯ রান করেছেন বিদেশের মাটিতে। ইংল্যান্ড সফরে তাই কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে তাঁর সামনে। নেতৃত্ব পেতে গেলে শুধু দক্ষতা নয়, ব্যাট হাতে ধারাবাহিক ভাবে রানও করতে হবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement