সতীর্থদের সঙ্গে অক্ষর পটেল (ডান দিক থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স।
ওমানের বিরুদ্ধে ভারত জিতলেও খেলা চলাকালীন চোট পেয়েছেন অক্ষর পটেল। মাথায় চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে অক্ষরের চোট চিন্তায় রাখবে ভারতীয় ম্যানেজমেন্টকে।
ওমানের ইনিংসের ১৫তম ওভারে বড় শট মারতে যান হাম্মাদ মির্জ়া। ব্যাটে-বলে হয়নি। বল হাওয়ায় ওঠে। ক্যাচ ধরার চেষ্টা করেন অক্ষর। কিন্তু ধরতে পারেননি তিনি। পিঠের ভরে মাটিতে পড়েন অক্ষর। ঠিক তখনই তাঁর মাথা ধাক্কা খায় মাটিতে। সঙ্গে সঙ্গে মাথার পিছনে হাত দেন অক্ষর।
মাঠে ছুটে আসেন চিকিৎসক। অক্ষরের চোট খতিয়ে দেখেন তাঁরা। মাঠ ছাড়েন অক্ষর। আর নামেননি। তাঁকে দেখে ধারাভাষ্যকারেরা বলছিলেন, মনে হচ্ছে ভালই আঘাত লেগেছে। যদিও পরে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, অক্ষরের চোট দেখে খুব একটা গুরুতর মনে হচ্ছে না।
দিলীপের মতে, চোট গুরুতর না হলেও পাকিস্তান ম্যাচের আগে বেশি সময় পাবে না ভারত। মাঝে শুধু শনিবার রয়েছে। তার মধ্যে কি অক্ষর পুরো সুস্থ হতে পারবেন? মাথার চোট নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। তিনি পুরো সুস্থ না হলে তাঁকে খেলানো হবে না। অক্ষর এই দলের গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন ক্ষেত্রেই তিনি খেলার ছবি বদলে ফেলতে পারেন। পাকিস্তান ম্যাচে এই ধরনের ক্রিকেটারকে না পেলে সমস্যা হবে ভারতের।
অক্ষর যদি খেলতে না পারেন, তা হলে পাকিস্তানের বিরুদ্ধে দুই স্পিনারে খেলতে হবে ভারতকে। সে ক্ষেত্রে অর্শদীপ সিংহ বা হর্ষিত রানার মধ্যে এক জনের খেলার সম্ভাবনা রয়েছে। স্ট্যান্ড বাই হিসাবে ওয়াশিংটন সুন্দর রয়েছেন। কিন্তু স্ট্যান্ড বাই ক্রিকেটারদের দুবাই নিয়ে যাওয়া হয়নি। এত কম সময়ে তাঁকে সেখানে নিয়ে গিয়ে ম্যাচফিট করে তোলা কঠিন। এখন দেখার পাকিস্তান ম্যাচের আগে অক্ষর পুরো সুস্থ হয়ে উঠতে পারেন কি না।