Rohit Sharma

১৭২ ছক্কা! টি-টোয়েন্টি ক্রিকেটে কার বিশ্বরেকর্ড ছুঁলেন রোহিত?

আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত রোহিত। ইনিংস শুরু করতে নেমে দ্রুত রান তুলতে দক্ষ তিনি। সেই দক্ষতার সুবাদেই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে গাপ্টিলের বিশ্বরেকর্ড ছুঁলেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৭
Share:

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কীর্তি রোহিতের। ছবি: টুইটার।

দল হারলেও মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নজির গড়লেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার মার্টিন গাপ্টিলের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড এখন তাঁদের দু’জনের দখলে।

Advertisement

ম্যাচের দ্বিতীয় ওভারে ভারতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ছয় মেরে গাপ্টিলের বিশ্বরেকর্ড স্পর্শ করেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত এবং গাপ্টিলের মারা ছয়ের সংখ্যা এখন ১৭২। মোট ১২১টি ম্যাচ খেলে গাপ্টিল ১৭২টি ছয়ের পাশাপাশি ৩০৬টি চার মেরেছেন। রোহিত ১৭২টি ছয় মারতে নিলেন ১৩৭টি ম্যাচ। তিনি চার মেরেছেন ৩২৪টি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মারার সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল। তিনি ৭৯ টি ম্যাচ খেলে মেরেছেন ১২৪টি ছয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ছয়ের সংখ্যা ১২০টি। ১১৭টি ছয় মেরে এই তালিকার পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাদা বলেরর ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

Advertisement

মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক গাপ্টিলের বিশ্বরেকর্ড স্পর্শ করলেও ব্যাট হাতে তেমন সাফল্য পাননি। ন’বল খেলে ১১ রান করেই আউট হয়ে যান তিনি। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন