Axar Patel

Axar Patel: দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়ল রোহিতদের, দলে ঢুকলেন এই স্পিনার

দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়ল ভারতের। দলে যোগ দিচ্ছেন স্পিনার অক্ষর পটেল। চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৮:৩৬
Share:

অক্ষর পটেল ফাইল ছবি

দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়ল ভারতের। দলে যোগ দিচ্ছেন স্পিনার অক্ষর পটেল। চোটের কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তবে এখন পুরো ফিট হয়ে গিয়েছেন। অক্ষর ঢোকায় ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল কুলদীপ যাদবকে।

Advertisement

প্রায় তিন মাস ক্রিকেটের বাইরে ছিলেন অক্ষর। শেষ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। এর পর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি তিনি। সেই সময় কোভিডেও আক্রান্ত হয়েছিলেন। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলেননি। তবে এই টেস্ট সিরিজের দল ঘোষণার সময়েই প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন অক্ষর। সেটাই হয়েছে। বিকল্প হিসেবে দলে থাকা কুলদীপকেও তাই ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতীয় দলে ইতি মধ্যেই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার মতো দুই নির্ভরযোগ্য বোলার রয়েছেন। অক্ষর আসায় ভারতের শক্তি বাড়ল। এখনও পর্যন্ত পাঁচটি টেস্টে ৩৬টি উইকেট নিয়েছেন অক্ষর। ইনিংসে পাঁচ উইকেট রয়েছে পাঁচ বার। বেঙ্গালুরুর ঘূর্ণি উইকেটে সফল হতে পারে তাঁর বোলিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement