Deepak Chahar

Deepak Chahar: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না, নিজেই জানালেন এই অলরাউন্ডার

এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি দীপক চাহার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৮:৩৮
Share:

টেস্ট সিরিজের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে নামবেন রোহিতরা। ফাইল চিত্র

চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন। কিন্তু এখনও খেলায় ফিরতে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগবে ভারতীয় অলরাউন্ডার দীপক চাহারের। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ জুলাই থেকে টি২০ সিরিজ শুরু ভারতের। চলবে ১০ জুলাই পর্যন্ত। সেই সিরিজে খেলতে পারবেন না বলে জানিয়েছেন দীপক। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসেই সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘এখন এক বারে চার থেকে পাঁচ ওভার বল করতে পারছি। কিন্তু পুরোপুরি সুস্থ হতে এখনও চার-পাঁচ সপ্তাহ লাগবে। তবেই ম্যাচে নামতে পারব। তাই মনে হয় না ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে খেলতে পারব।’’

ভারতীয় জার্সিতে ফেরার জন্য তাড়াহুড়ো করতে চাইছেন না দীপক। তিনি বলেছেন, ‘‘একটা করে ধাপ পেরোতে হবে। খেলার মতো সুস্থ হয়ে ওঠার পরেও ক্লাব ক্রিকেট খেলে নিজের ফিটনেস পরীক্ষা করে নিতে হবে। সরাসরি তো দেশের হয়ে খেলতে পারব না। পুরো সুস্থ হয়ে তবেই ভারতের হয়ে নামব।’’

Advertisement

ইংল্যান্ড সিরিজের পরে ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু ভারতের। সেখানে কি খেলতে পারবেন দীপক। জবাবে ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘‘এখনই সেটা বলতে পারব না। তবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement