ICC ODI World Cup 2023

বেঙ্গালুরুতে ব্যাট করতে নেমে জোড়া বিশ্বরেকর্ড রোহিতের, কী কী নজির গড়লেন ভারত অধিনায়ক

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং রোহিত শর্মার। বেঙ্গালুরুতে জোড়া বিশ্বরেকর্ড করেছেন ভারত অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৫:০৭
Share:

বেঙ্গালুরুতে এ ভাবেই একের পর এক ছক্কা মেরেছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই

বিশ্বকাপে আরও দু’টি বিশ্বরেকর্ড করলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। বড় শট খেলেন। ছক্কা মেরেই জোড়া বিশ্বরেকর্ড করেন ভারত অধিনায়ক।

Advertisement

এক ক্যালেন্ডার বছরে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড করলেন রোহিত। চলতি ক্যালেন্ডার বছরে ৫৯টি ছক্কা মেরেছেন তিনি। এখনও বছর শেষ হয়নি। বিশ্বকাপেই এখনও খেলা বাকি। রোহিতের ছক্কার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছেন রোহিত। ২০১৫ সালে ৫৮টি ছক্কা মেরেছিলেন ডি’ভিলিয়ার্স। ২০১৯ সালে ৫৬টি ছক্কা মেরে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেল। তালিকায় চার নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এক ক্যালেন্ডার বছরে ৪৮টি ছক্কা মেরেছিলেন তিনি।

Advertisement

অধিনায়ক হিসাবে একটি বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কাও রোহিতের দখলে। চলতি বিশ্বকাপে ২৩টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। তিনি ছাপিয়ে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানকে। ২০১৯ সালের বিশ্বকাপে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে ২১টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডি’ভিলিয়ার্স। তালিকায় চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২০১৯ সালের বিশ্বকাপে ১৮টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে ১৭টি ছক্কা মেরেছিলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন